বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:মুফতী শাহ জুলকার নাইন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মুফতী শাহ জুলকার নাইন কর্তৃক ১ মাস আগে "প্রবন্ধ লিখেছেন,মুফতী শিব্বীর আহমদ মাহবুর" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

প্রবন্ধ লিখেছেন,মুফতী শিব্বীর আহমদ মাহবুর

[সম্পাদনা]

প্রবন্ধ লিখেছেন,

মুফতী শিব্বীর আহমদ মাহবুর

প্রত্যেক প্রাণীই মরণশীল। মৃত্যু কখন এসে উপস্থিত হয় তা কাহারো জানা নেই।

তাই সন্তান দিগকে লক্ষ্য করে বলেন।

অন্তকালের ক্ষণে ক্ষণে অতীত যখন আসবে মনে, তখন যদি আমার কথা নাইবা মনে রয়,

লিখুনি খানি দেবে যে মোর নতুন পরিচয়।

আমি হব কবরবাসী, তোমরা তখন নগরবাসী, সার্থক আমার জীবন হবে এমন যদি হয়।

সন্তান আমার কবর পাশে খোদার কাছে কয়, কবর পাশে ছালাম দিলে শুনবো আমি খুশি মনে।

আসবে জবাব কবর ফোঁড়ে ইমান যদি রয়,

শুনতে পারে সালাম দাতা ওলী যদি হয়। মুফতী শাহ জুলকার নাইন (আলাপ) ১১:৪১, ১৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন