ব্যবহারকারী আলাপ:চন্দ্রা বংশী রাজপুত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২২ দিন আগে "তথ্যসূত্র" অনুচ্ছেদে
চন্ডাল জাতি মূলত ক্ষত্রিয় রাজপুত এরা বাংলায় শাসন করতে এসে এখানে থেকে যায় পরবর্তীতে আর মধ্য ভারতে ফিরে যায় না এরা চন্ডাল বংশ বলে পরিচিত আছে ভারতের ইতিহাসে। এদেরকে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে নমঃশূদ্র নামে পরিচিত এরা মূলত ক্ষত্রিয় রাজপুত এদের পূর্বপুরুষদের ইতিহাস রয়েছে এদের চন্ডাল বংশের প্রতিষ্ঠাতা নান্নুক তিনি এই ভারতবর্ষের মহান শাসক ছিলেন ভারতে  প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে শাসনকার্য চালিয়েছেন ।

তথ্যসূত্র[সম্পাদনা]

দয়া করে এভাবে তথ্যসূত্র যোগ করবেন না। দয়া করে জেজাকভক্তের চন্ডাল নামে পাতাটি বাংলা উইকিতে তৈরি করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১২:২০, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন