ব্যবহারকারী:Wikifulness/বাঙালী ছাত্র–যুব সমাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাঙালী ছাত্র–যুব সমাজ হল ভারতের রাজনৈতিক দল আমরা বাঙালীর একটি শাখা সংগঠন।[১][২][৩] এটি বাংলা ভাষা, ছাত্র ও যুব সমাজের অধিকারের জন্যে লড়াই করে।[১][২]

দাবীসমূহ[সম্পাদনা]

নিম্নলিখিত দাবিগুলোকে সামনে রেখে সংগঠনটি আন্দোলন করে–

  • শিক্ষার সব স্তরে বাংলা ভাষাকে আবশ্যিক করতে হবে এবং সরকারী ও বেসরকারী সর্বত্র বাংলা ভাষার ব্যাপক ব্যবহার করতে হবে।
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্ময়ন করতে হবে।
  • সকল যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি।[১][২][৪]

কর্মকান্ড[সম্পাদনা]

  • বাঙালী অধ্যুষিত এলাকায় অবস্থিত রেল স্টেশনে বাংলা ভাষায় ঘোষণা দেওয়া এবং রেল টিকিটে বাংলা ভাষা ব্যবহার করার জন্য আন্দোলন চালাচ্ছে।[১]
  • ২০১৯ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও হিন্দি-তে বাংলা বিভাগের নাম লেখা হয়। নামের ফলক থেকে বাংলা ভাষায় লেখা বিভাগীয় নাম মুছে ফেলা হয়। বাঙালী ছাত্র–যুব সমাজ তীব্রভাবে এর প্রতিবাদ করে। পরে সাফল্যও আসে। বাংলা বিভাগীয় নামের ফলকে বাংলা ভাষাকে আবার ফিরিয়ে আনা হয়।[২]
  • ভারতের লাভজনক সংস্থা কোল ইন্ডিয়াতে বিদেশি পুঁজি বিনিয়োগ এবং কলকাতা থেকে কোল ইন্ডিয়া অফিসের স্থানান্তর – সরকারের এমন হটকারি সিদ্ধান্তের তীব্রভাবে প্রতিবাদ করে।[৫]
  • কলকাতার এফ এম চ্যানেলে বাংলা গান বাজানো আবশ্যিক করার জন্যে আন্দোলন সংঘটিত করেছে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sandeep Biswas (২০১৮-০৯-২২)। "বাংলা ভাষা ব্যবহার সহ বিভিন্ন দাবীতে আগরতলা রেল স্টেশনে ডেপুটেশন বাঙালী ছাত্র যুব সমাজের"JAGARANTRIPURA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  2. Debnath, Gobinda (২০১৯-০৮-০২)। "দশ দফা দাবিতে বাঙালী ছাত্র যুব সমাজ ডেপুটেশন দিল বিশ্ববিদ্যালয়ে"JAGARANTRIPURA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  3. "আমরা বাঙালী কর্তৃক নেতাজীর ১২৩-তম জন্মদিন পালন | নোতুন পৃথিবী"notunprithivi.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  4. "বাঙলার দাবীতে বাঙালী ছাত্র-যুব সমাজের অভিযান | নোতুন পৃথিবী"notunprithivi.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 
  5. "কয়লা উত্তোলনে বিদেশি বিনিয়োগের ছাড়পত্র বাতিল করার দাবি বাঙালি ছাত্র-যুব সমাজের"TDN Bangla (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 
  6. "বাংলা এফ এম চ্যানেলে বাংলা গান বাজানো আবশ্যিক করতে ডেপুটেশন বাঙালী ছাত্র-যুব সমাজের"LITERACY PARADISE। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 

বিষয়শ্রেণী:আমরা_বাঙালীর_শাখা_সংঘটন বিষয়শ্রেণী:সংগঠন বিষয়শ্রেণী:রাজনৈতিক_সংগঠন