ধ্বংসপ্রবণতা কী?
![]() | এই রচনায় এক বা একাধিক উইকিপিডিয়া অবদানকারীর মতামত বা পরামর্শ উপস্থাপিত হয়েছে। প্রবন্ধগুলো বিস্তৃত আদর্শ বা সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে। এগুলো সঠিক বিচারবুদ্ধি অনুসারে পাঠ করুন। |
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ এবং এটি প্রায় সবাই সম্পাদনা করতে পারে। অধিকাংশ উইকিপিডিয়া ব্যবহারকারীই সম্পাদনা করে সৎ উদ্দেশ্য নিয়ে এবং উইকিপিডিয়ার উন্নয়নের জন্য। কিন্তু কিছু এমন ব্যবহারকারী রয়েছে যারা সম্পাদনা করে অসৎ উদ্দেশ্য নিয়ে এবং তারা নিবন্ধের উন্নয়নের পরিবর্তে নিবন্ধ নষ্ট করে দেয়। এইসব ব্যবহারকারীদের করা সম্পাদনাকেই ধ্বংসপ্রবণ সম্পাদনা বলা হয়। অর্থাৎ ব্যবহারকারীদের করা এমন সম্পাদনা যা উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা না মেনে করা করা, সেসব সম্পাদনাকে ধ্বংসপ্রবণ সম্পাদনা বলা হয়।