ব্যবহারকারী:Suman Akonda

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে বাংলা বিষয়ে এমএ পাশ করেছি। বর্তমানে অনেকটা বেকার অবস্থায় ঢাকায় অবস্থান করছি। আমি বাংলা কবিতা ও দর্শনের খুবই অনুরাগী। এ-অনুরাগ জন্মানোর পেছনে যে-দু’জন ব্যক্তি দায়ী ইতোপূর্বে তাদের পে দুটি পরিচিতিমূলক লেখা উইকিপিডিয়াকে দিয়েছি।

প্রথম ব্যক্তি, বাংলাবিভাগের শিক ময়ুখ চৌধুরী। আমি তার কাছ থেকে বাংলা কবিতার শিল্প-সৌন্দর্য সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করেছি। দ্বিতীয় জন, কবি সবুজ তাপস। দর্শন কেমন মজার বিষয়- তার সান্নিধ্য পেয়ে বুঝতে পেরেছি। এখন এ-দু’ব্যক্তির কারোর সাথে আমার যোগাযোগ নেই। দু’জনের গদ্য-পদ্য যেখানে পাচ্ছি, পড়ছি।

বাংলা উইকিপিডিয়া কবিতা ও দর্শন বিষয়ে দরিদ্র দেখে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি।

কিন্তু দুঃখের বিষয়, যে-দুজনের কথা একটু আগে উল্লেখ করলাম, তাদের পে দেয়া ঐ-দুটো লেখা উইকিপিডিয়া গ্রহণ করেনি। লেখাগুলো দেয়ার পদ্ধতিতে কোথাও ভুল থাকতে পারে, তা সংশোধন করে গ্রহণ করা যেতো না! তারপরও ভালো লাগছে, আমার দেয়া দর্শন বিষয়ে যৌক্তিক ইতিবাদ, দরকারবাদ, বাংলাদেশ দর্শন, বিশ্লেষণী দর্শন, বিচারবাদ, বাউলবাদ, চার্বাক দর্শন ইত্যাদি গৃহীত হয়েছে।

- সুমন আকন্দ, ঢাকা।