ব্যবহারকারী:Sultana jesmin/শোয়াইব জিবরান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শোয়াইব জিবরান
জন্ম৮ এপ্রিল, ১৯৭১
জাতীয়তাবাংলাদেশী
পেশাপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকতা, লেখালেখি
পরিচিতির কারণকবি, লেখক, গবেষক, শিক্ষাতত্ত্ববিদ
পুরস্কারমুক্তধারা একুশে সাহিত্য পুরস্কার


শোয়াইব জিবরান বাংলাদেশের একজন কবি, লেখক গবেষক, শিক্ষাতত্ত্ববিদ। তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত সুফিসাধক আযমত শাহ্ তাঁর পূর্বপুরুষ।

শিক্ষাজীবন ও কর্মজীবন[সম্পাদনা]

পড়াশুনা স্থানীয় কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সিলেট এম.সি. কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উচ্চতর ডিগ্রি,পাঠ ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়,সুকতাই তাম্মাতিরাত ওপেন ইউনিভার্সিটি, তাইল্যান্ড ও কুইন’স ইউনিভার্সিটি, কানাডা থেকে। পেশাগত জীবন শুরু জাতীয় সংবাদপত্রে সাংবাদিকতা দিয়ে। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

পারিবারিক জীবন[সম্পাদনা]

শোয়াইব জিবরানের সহধর্মণী সুলতানা জেসমিন ইতিহাসের সহকারী অধ্যাপক হিসেবে সরকারি কলেজে কর্মরত। কন্যা এথিনা আহমেদ, পুত্র আহমেদ জায়সী জিবরান।

প্রকাশিত বই[সম্পাদনা]

  • কাঠ চেরাইয়ের শব্দ (১৯৯৬), বাংলা একাডেমী, ঢাকা।
  • দুঃখ ছেপে দিচ্ছে প্রেস (২০০৩), মঙ্গলসন্ধ্যা, ঢাকা।
  • কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল (২০০৯), বাংলা একাডেমী, ঢাকা।
  • ডিঠানগুচ্ছ উঠান জুড়ে (২০১০), শুদ্ধস্বর, ঢাকা।
  • কমলকুমার চরিতম্ (২০১০), শুদ্ধস্বর, ঢাকা।
  • বিষয়ঃ কবিতা কথা ও শিক্ষা (২০১১), ধ্রুবপদ, ঢাকা।
  • বার্ড এন্ড ডাস্টস ফ্রম দ্য ইস্ট (২০০৯), স্বাতন্ত্র্য, ঢাকা।

শিক্ষা বিষয়ক গ্রন্থ[সম্পাদনা]

  • শিক্ষার শত বছরঃ রামমোহন থেকে নজরুল (২০০৯), শিক্ষাচিন্তা, ঢাকা।
  • রবীন্দ্র শিক্ষাভাবনা সমগ্র(২০১২), সংবেদ, ঢাকা
  • কর্ম সহায়ক গবেষণা (২০০৯), শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
  • বাংলাশিক্ষণ (২০০৯), শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
  • মাধ্যমিক শিক্ষা ও শিশুর ক্রমবিকাশ (২০০৯), শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
  • শিক্ষায় যোগাযোগ ও প্রযুক্তি(২০০১), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
  • উচ্চশিক্ষাব্যবস্থাপনা(২০০১), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
  • বাঙালির শিক্ষাচিন্তা (বিশ্বসাহিত্য কেন্দ্র, নয় খণ্ড)
  • চারুপাঠ ( জাতীয় শিক্ষাক্রমের ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক),জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
  • সপ্তবর্ণা ( জাতীয় শিক্ষাক্রমের ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক),জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।
  • সাহিত্য কণিকা ( জাতীয় শিক্ষাক্রমের ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক),জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।

সম্পাদিত পত্রপত্রিকা[সম্পাদনা]

  • শব্দপাঠ(১৯৯২)
  • শিক্ষাচিন্তা (২০০৯)
  • ঊর্ম(১৯৮৭)
  • মুক্তকপোত (১৯৮৮)
  • লোকায়ত বাংলা (১৯৮৯)

সংকলনগ্রন্থে স্থান[সম্পাদনা]

  • সুনীল গঙ্গোপাধ্যায় ও সৈয়দ শামসুল হক সম্পাদিত, দুই বাংলার শ্রেষ্ঠ কবিতা, মডেল পাবলিশিং হাউস, কলিকাতা,১৯৯৭
  • জয় গোস্বামী ও রফিক আজাদ সম্পাদিত, দুই বাংলার কবিতায় মা, মডেল পাবলিশিং হাউস, কলিকাতা,১৯৯৭
  • মাহবুব কবির সম্পাদিত, নব্বই দশকের কবিতা, লোক, ঢাকা, ১৯৯৯
  • সমীর রায় চৌধুরী সম্পাদিত,পোস্ট মডার্ণ পোয়েট্রি, হাওয়া,কলিকাতা, ২০০৩

পুরস্কার[সম্পাদনা]

মুক্তধারা একুশে সাহিত্য পুরস্কার

আব্দুল মান্নান চৌধুরী পদক

তথ্যসূত্র[সম্পাদনা]

  • Sunil Gangopadhyaya (Edited), The Best Poetry of Bengals(Dui Banglar Shrestra Kabita), Model Publishing House,Kolkata, India, 1997, pp245
  • Samir Roychowdhary (Edited), Postmodern Poetry, Kolkata, India, 2003, pp. 155 ISSN 0971-6017
  • Onu Hossain,Poetry of Bangladesh, Bangla Academy, Dhaka, Bangladesh, 1996, pp.11 আইএসবিএন ৯৮৪-০৭-৩৪১৯-৯
  • Mahbub Kabir (Edited), Poetry of 90s, Loak Publishers, Dhaka, 1999, pp110–111
  • Nandalal Sharma,A chronicle of Bangla Literature of Moulvibazar Distrct,Jalalabad Lokesahitya Parisad,Sylhet,Bangladesh,1997,pp.88 আইএসবিএন ৯৮৪-৩০-০২৩৮-৫
  • Taposh Ray(Edited),Twasta Samaiki(vol:Literature of Neighbor Countries),Kolkata,India,1993,pp.55
  • Syed Anwar Hosain(Edited),Bangla Academy Patrika(A Quarterly Research Journal,Vol:42,No:4),Bangla Academy,Dhaka,Bangladesh,pp.163
  • Mustafa Nurul Islam (Edited), Sundaram(Vol:13,No:1), Dhaka, Bangladesh, August-October,1998, pp.18

বহিঃসংযোগ[সম্পাদনা]