ব্যবহারকারী:Sanour/নাগোইয়া বন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসে উপসাগরে অবস্থিত "নাগোইয়া বন্দর" জাপানের সর্ববৃহৎ এবং সবচেয়ে ব্যস্ত বাণিজ্য বন্দরজাপানের মোট বাণিজ্যের ১০% এই বন্দরে হয়ে থাকে।এই বন্দরটি জাপানী গাড়ির সর্ববৃহৎ রপ্তানীকারক এবং টয়োটা মোটর কর্পোরেশন তাদের বেশীরভাগ গাড়ি এই বন্দর দিয়ে রপ্তানী করে থাকে।এটির নাগোইয়া,তোকাই,আইচি,চিতা,আইচি,ইয়াতোমি,আইচি এবং তোবিশিমা,আইচি-তে জাহাজ ঘাট আছে।

পোতান ও মিতান হচ্ছে এর মাসকট।

উৎসব[সম্পাদনা]

প্রত্যেক গ্রীষ্মের "মেরীন ডে" তে নাগোইয়াকো ষ্টেশন এর বন্দরে বৃহদাকার এ উৎসব হয়ে থাকে।বড়দিনের প্রাক্কালেও একটি উৎসব হয়ে থাকে।উভয় উৎসবে বন্দরের পানি থেকে আতসবাজি ফুটানো হয়ে থাকে।

বহিঃসংযোগ[সম্পাদনা]