রোলব্যাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই স্ক্রিপ্টটি ব্যবহারের ফলে যাদের রোলব্যাক অধিকার নেই তাঁদের জন্য যেকোনো নিবন্ধ ও পাতার ইতিহাস অংশে রোলব্যাক বাটন প্রদর্শন করবে। দয়াকরে এটি ব্যবহারের পুর্বে রোলব্যাক কি ও কেন? এবং কখন রোলব্যাক করতে হয় আর কখন করা উচিৎ নয়? জানার জন্য উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি ভাল করে পড়ে নিন। এবং ব্যবহারের পুর্বে আরোও জেনে নিন যে এর দ্বারা করা সকল সম্পাদনার দায়দায়িত্ব আপনার, অন্যকারো নয়।

স্ক্রিপ্টটি উইকিডাটা ব্যবহারকারী Ricordisamoa -এর তৈরি এই স্ক্রিপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।

স্ক্রিপ্টটি ইন্সটল করার জন্য আপনার /common.js পাতায় নিচের কোডটি অনুলিপি করে লিখে সংরক্ষণ করুন:

mw.loader.load('//bn.wikipedia.org/w/index.php?title=User:SHEIKH/Rollback.js&action=raw&ctype=text/javascript');
//[[User:SHEIKH/Rollback.js]]