ব্যবহারকারী:Rahul amin roktim/dynamic template

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রকল্প পরিবর্তনশীল টেম্পলেট[সম্পাদনা]

{{#invoke:redirect|main|inputstring}} ব্যবহারের মাধ্যমে । যেহেতু মডিউল:Redirect পুনর্নির্দেশনা মান জমা করে রাখে সেহেতু এই মান ব্যবহার করে টেম্পলেট বাংলায় অনুবাদ করা সম্ভব যদি সার্ভারের কোন সমস্যা না থাকে ।

{{#invoke:redirect|main|inputstring}} এর মধ্যে inputstring পরিবর্তন করে বাংলাদেশ লিখলে মান আসে -

 {{#invoke:redirect|main|Bangladesh}}  = বাংলাদেশ

কারণ ইংরেজি Bangladesh শব্দ বাংলাদেশ নামে পুনর্নির্দেশনা করা হয়েছে . তাই এখানে Bangladesh এর পরিবর্তে বাংলাদেশ দেখাচ্ছে । কিন্তু

 {{#invoke:redirect|main|inputstring}}  = inputstring

কারণ inputstring নামে কোন পুনর্নির্দেশনা করা হয়নি । যদি inputstring কে কোন পুনর্নির্দেশনা করা হয় তবে সেই মান প্রকাশ করবে ।

বিশ্লেষণ[সম্পাদনা]

এ থেকে বুঝা গেল যে , এই ফাংশন পুনর্নির্দেশনা মান প্রকাশ করে । যদি পুনর্নির্দেশনা করা থাকে নাহলে ঐ শব্দ থাকে ।

ব্যবহার[সম্পাদনা]

আমরা অনেক সময় ইংরেজি উইকি থেকে টেম্পলেট আমদানি করি এবং অনুবাদ করে থাকি । কিন্তু আমরা যখন নিবন্ধ রচনা করি তখন কি সেই টেম্পলেটে লিখা নামে তৈরি করি ? । এর ফলে টেম্পলেটের সাথে নামের মিল না থাকলে - মিল রাখার জন্য পুনরায় টেম্পলেট সম্পাদনার প্রয়োজন হয় । বারবার সম্পাদনা এড়াতে পরিবর্তনশীল টেম্পলেট তৈরি করা যেতে পারে ।

উদাহরণ[সম্পাদনা]

এই টেম্পলেট টি একটি পরিবর্তনশীল টেম্পলেটের উদাহরণ । নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে । এই টেম্পলেটে থাকা কোন নিবন্ধ তৈরি করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাংলায় অনুবাদ হয়ে যাবে ।

প্রস্তাবনা[সম্পাদনা]

যদি এই টেম্পলেট টি গ্রহণযোগ্য হয় তবে বটের মাধ্যমে ইংরেজি উইকি থেকে সব টেম্পলেট বাংলা উইকিতে নিয়ে আসা যেতে পারে ।

সমস্যা[সম্পাদনা]

  • টেম্পলেটের নাম ইংরেজিতে আছে - বাংলা করা দরকার ।
মতামত আমার মতে টেম্পলেটের নাম ইংরেজিতে থাকলেই ভাল হয় । আমরা ইংরেজি কিছু বুঝি এবং নিবন্ধ তৈরি করার সময় ইংরেজি উইকি কে প্রধান উৎস হিসাবে ব্যবহার করি ।
  • সাথে কিছু বিষয়শ্রেণী যুক্ত আছে ।
এখন থেকে নতুন তৈরি করা বিষয়শ্রেণী গুলী আন্ত উইকি সংযোগ প্রদান বাধ্যতামূলক করা হলে ভাল হয় । এতে বট ইংরেজি উইকির কাঠামো দেখে সব ঠিক করে দিতে পারবে ।

মতামত[সম্পাদনা]

এখানে আপনার মন্তব্য লিখুন