ব্যবহারকারী:Prithoknnoman2/সান্তাহার স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Prithoknnoman2/সান্তাহার স্টেডিয়াম
সান্তাহার স্টেডিয়াম প্রবেশ পথ
অবস্থানসান্তাহার, বগুড়া
উপরিভাগঘাস
উদ্বোধন১৮ আগষ্ট ১৯৯৭

১৯৯৫ সালের ৩০ নভেম্বর তৎকালীন বিএনপি সরকারের অর্থ প্রতিমন্ত্রী অ্যাড. মজিবর রহমান প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৩ একর জমির ওপর এই আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেন। ১৯৯৭ সালের ১৮ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্রীড়ামন্ত্রী, বর্তমান সকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই স্টেডিয়ামের উদ্বোধন করেন।[১]

স্বাধীনতার পর থেকে সান্তাহারে খোলা ও অপরিসর মাঠে জেলা ভিত্তিক দলের অংশ গ্রহণে প্রতিবছর সফলভাবে ফুটবল আয়োজন সম্পন্ন হবার প্রোপটে ’৮০ দশকে মেজর জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে স্টেডিয়াম নির্মাণ করা হয়। তখনকার স্টেডিয়াম বলতে শুধু প্রাচীর ঘেরা বড় মাঠ ছিল। ’৯৬ সালে সারা দেশের মধ্যে ৩ উপজেলায় আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণ করার সিদ্ধান্ত নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এতে প্রথমে নির্মাণ করা হয় সান্তাহার আধুনিক স্টেডিয়াম। প্রায় ৬ একর জমির উপর নির্মিত [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sangbad, Protidiner। "সান্তাহার স্টেডিয়াম এখন গোচারণ ভূমি"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৫ 
  2. Team, Santahar (২০১৬-০৪-১৯)। "সান্তাহার আধুনিক স্টেডিয়ামের বেহাল দশা"সান্তাহার ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৫ 

বিষয়শ্রেণী:স্টেডিয়াম বিষয়শ্রেণী:বাংলাদেশের স্টেডিয়াম বিষয়শ্রেণী:রাজশাহী বিভাগের স্টেডিয়াম বিষয়শ্রেণী:বগুড়া জেলার স্টেডিয়াম