ব্যবহারকারী:Pratyya Ghosh/Guestbook/Opener 1

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম অতিথি। আমার অতিথি-বইতে আপনাকে স্বাগতম। সাক্ষর করার জন্য এখানে ক্লিক করুন

আপনি এখানে শুভেচ্ছাসূচক বার্তা বা এক-দুই লাইনে যেকোন বার্তা প্রদান করতে পারেন। তবে প্রশ্ন রাখবেন না দয়া করেন। তার জন্য আলাপ পাতা রয়েছে। তবে বার্তার পরবর্তীতে সাক্ষর করবেন। সাক্ষরের একটি সাধারণ ধরণ নিম্নে দেয়া হল;
# (শুভেচ্ছাসূচক বার্তা) ~~~~
দয়া করে সম্পাদনা নয় লাইনের উপরে বা নিচে কোনরূপ বার্তা লিখবেন না। এছাড়াও একদম উপরে কিংবা কোন বার্তার মাঝে আপনার বার্তা লিখবেন না। অর্থাৎ ধারা ভঙ্গ হয় এমন কিছু না করে, সর্বশেষ বার্তার পরবর্তী লাইনে আপনার বার্তা লিখুন।
সর্বশেষে অতিথিদের সম্ভাষণের সাথে স্বাগত জানানো হয় এবং তারা কোনরূপ সমস্যা তৈরি করে না। তাই এই পাতার কোন কোডে হাত দেবেন না কিংবা ধ্বংসপ্রবণতা প্রদর্শন করবেন না। আপনি অতিথি, আপনার সম্মান বজায় রাখুন।