ব্যবহারকারী:NazmulHoqueZim/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলফাফা কমিউনিটি (ইংরেজি: Alfafaa Community) সংক্ষেপে একে আলফাফা বলা হয়। আলফাফা এলএলসি মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০১৪ সালের গ্রীষ্ম কালে তৈরি চিন্তা করা হয়েছিলো। যাইহোক, বিভিন্ন কারণে এই সাইটটি ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত চালু হয়নি। প্রথমে এটি একটি ব্লগ হিসাবে এবং অবশেষে ২৩ জুলাই ২০২১ সালে এটি একটি সম্পূর্ণ সামাজিক মিডিয়া সাইট হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়।

আলফাফা কমিউনিটি
ব্যবসার প্রকারপ্রাইভেট
সাইটের প্রকার
সামাজিক যোগাযোগ পরিসেবা
প্রকাশক
উপলব্ধ১ ভাষাসমূহ
ভাষার তালিকা
ইংরেজি
প্রতিষ্ঠা২৩ জুলাই ২০২১; ২ বছর আগে (2021-07-23)
সদরদপ্তরবাফেলো, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পরিবেষ্টিত এলাকাবিশ্বব্যাপী (অবরোধ করা দেশগুলি ব্যতীত)
প্রতিষ্ঠাতা(গণ)আসিফ সাঈদ ও আবদুল্লাহ সালেহ
প্রধান ব্যবস্থাপনা পরিচালকআসিফ সাঈদ
শিল্পইন্টারনেট
কর্মচারী৮ জন্য ও অসংখ্য প্রতিনিধি
ধারক কোম্পানীআলফাফা
ওয়েবসাইটhttps://www.alfafaa.com/
নিবন্ধনআবশ্যক
চালুর তারিখ২৩ জুলাই, ২০২১ সাল
বর্তমান অবস্থাসক্রিয়

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সহকর্মী বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং মুসলমানদের জন্য ইমান-আমল ঠিক রেখে যেন ব্যবহার করা যায় এসব বিষয় মাথায় রেখে ইসলামি মতাদর্শ লালন করা যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক মিলে তৈরি করেছেন সম্পূর্ণ হালাল সামাজিক যোগাযোগ মাধ্যম নাম আলফাফা ডটকম।

কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে কুরআন তিলাওয়াত, হাদিসসহ বিভিন্ন ইসলামি কন্টেন্ট আপলোড করে থাকে। এখানে বিনামূল্যে ব্যবসা, মসজিদ, রেস্টুরেন্ট বা চাকরি ও পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করা যায়। এছাড়াও ব্লগ, ফোরাম, জবস, টিচ, ই-কমার্স, ডিরিক্টরিসহ নানান ফিচার রয়েছে সাইটটিতে। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে লগ ইন করে সাইটটি ব্যবহার করতে পারবেন। একই সাথে ওয়েব সাইটেও আলফাফা ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

১. সময় টিভি, মুসলিম দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক মাধ্যম 'আলফাফা' প্রকাশ হয়েছে ৫ নভেম্বর, ২০২৩

২. বাংলাভিশন, ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’ প্রকাশ হয়েছে ২৫ ডিসেম্বর, ২০২২

৩. নিউজ টুয়েন্টি ফোর, জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’ প্রকাশ হয়েছে ২৭ ডিসেম্বর, ২০২২

৪. দৈনিক নয়া দিগন্ত, বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ক্লাসিফাইড ডিরেক্টরি আনলো আলফাফা প্রকাশ হয়েছে ০৬ জুন, ২০২৩