ব্যবহারকারী:Mhdlzz/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শরচ্চন্দ্র চৌধুরী
জন্ম১৮৫২
মৃত্যু১৯২৬
শিবনারায়ণ মুখোপাধ্যায়ের উত্তরপাড়ার বাড়িতে অবস্থানকালে
পেশাশিক্ষক
দাম্পত্য সঙ্গী[[ ]]

মহাকবি শরচ্চন্দ্র চৌধুরী (১৮৫২-১৯২৬) তৎকালীন শ্রীহট্ট জেলার বুরুঙ্গা পরগনার বেগমপুর গ্রামে ১২৫৯ বঙ্গাব্দ তথা ১৮৫২ খ্রিস্টাব্দে (১৭৭৩ শকাব্দে ২৮ আষাঢ় তারিখে শুক্লা ত্রয়োদশী তিথিতে) এক সম্ভ্রান্ত অথচ নিম্নবিত্ত ব্রাহ্মণপরিবারে জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম বলরাম শর্মা চৌধুরী, মাতার নাম নারায়ণী দেবী।[১]


জন্ম ও পারিবারিক পরিচয়[সম্পাদনা]

মহাকবি শরচ্চন্দ্র চৌধুরী তৎকালীন শ্রীহট্ট জেলার বুরুঙ্গা পরগনার বেগমপুর গ্রামে ১২৫৯ বঙ্গাব্দ তথা ১৮৫২ খ্রিস্টাব্দে (১৭৭৩ শকাব্দে ২৮ আষাঢ় তারিখে শুক্লা ত্রয়োদশী তিথিতে) এক সম্ভ্রান্ত অথচ নিম্নবিত্ত ব্রাহ্মণপরিবারে জন্মগ্রহণ করেন।[২] কবির পিতার নাম বলরাম শর্মা চৌধুরী, মাতার নাম নারায়ণী দেবী। তাঁর পূর্বপুরুষ আদিদেব ছিলেন ঘৃতকৌশিক গোত্রীয় পশ্চিমাগত বৈদিক ব্রাহ্মণ।[৩]

শিক্ষাজীবন[সম্পাদনা]

শরচ্চন্দ্র কুমারখালির ইংরেজি বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যাশিক্ষা আরম্ভ করেন। ১৮৭৫ সালে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ১৮৮৪ সালে (বাংলা ১২৯০-১২৯১) শরচ্চন্দ্র বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন।[৪]

কর্ম ও সাহিত্যজীবন[সম্পাদনা]

বি.এ পাস করার পর ১৮৮৪ থকেে ১৮৯৩ র্পযন্ত মহারানি শরৎ সুন্দরীর স্মৃতিধন্য পুটিয়া উচ্চবিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।[৫] ১৮৯৩ সালে তিনি হুগলি জেলার হরিপালে কিছু দিন শিক্ষকতা করেন। পরর্বতীতে ১৮৯৯ সালে তৎকালীন মৌলভীবাজার উচ্চবিদ্যালয়ে (বর্তমানে সরকারি) প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। মৌলভীবাজার হাইস্কুলে প্রধান শিক্ষক থাকাকালে [১৯০০ সালে] মনুতীরে বসে কবিতা চর্চায় মগ্ন হন। তাঁর কবিতায় আধুনিকার পূর্বাভাষ দেখা যায়।[৬]

গ্রন্থসমূহ[সম্পাদনা]

কবিতাগ্রন্থ

  • মহাপূজা (১৮৮১)
  • আর্যসংগীত (১৮৮২)
  • চিতোরের বীর গান (১৮৮৩)
  • সুরেন্দ্র কারাবাস (১৮৮৩)
  • বর্ণশিক্ষা প্রণালী প্রথম ভাগ (১৮৯৪)
  • বর্ণশিক্ষা প্রণালী দ্বিতীয় ভাগ (১৮৯৪)
  • ব্রহ্মচর্য

গদ্য

  • বর্ণশিক্ষা পরিশিষ্ট (১৯০১)
  • শ্রীহট্টস্থ গ্রীবাপীঠের প্রকাশ (১৯০৩)
  • পল্লী ব্যবস্থা (১৯১১)

অনুবাদ

  • অধ্যাপন
  • জর্মন উচ্চশিক্ষা

মহাকাব্য

  • দেবীযুদ্ধ (১৮৯৬)

সংস্কৃত

  • নীতিহার (১৯০৮)

অন্যান্য

  • Boy's Daily companion (১৯০৫)

তথ্যসূত্র[সম্পাদনা]

Always cite your sources! No original research!

  1. মহাকবি শরচ্চন্দ্র চৌধুরী (প্রথম সংস্করণ)। মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ। পৃষ্ঠা ১৩। আইএসবিএন 978-984-93312-6-1 
  2. সাধক শরচ্চন্দ্র (প্রথম সংস্করণ)। কলিকাতা: নববিভাকর প্রেস। ১৯৩০। পৃষ্ঠা ১। 
  3. শ্রীহট্টের ইতিবৃত্ত : উত্তরাংশ। ঢাকা: উৎস প্রকাশন। ২০১২। পৃষ্ঠা ৪৬, ৪৭। 
  4. সাধক শরচ্চন্দ্র (প্রথম সংস্করণ)। নববিভাকর প্রেস। ১৯৩০। পৃষ্ঠা ২৫। 
  5. মহাকবি শরচ্চন্দ্র চৌধুরী (প্রথম সংস্করণ)। সিলেট: মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ। ফেব্রুয়ারি ২০১৮। পৃষ্ঠা ৩৬, ৩৭। আইএসবিএন 978-984-93312-6-1 
  6. "পাখির কণ্ঠে মরমি সুর, ডানায় পলিমাটির গন্ধ"। যুগান্তর। ৩ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 


বহিঃসংযোগ[সম্পাদনা]