ব্যবহারকারী:MdsShakil/Shakil6910

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১ এপ্রিল ২০২৩, বাংলাদেশ সময় ভোর ৪:৪৬-এ একটি অবাক করার মতো ঘটনা ঘটেছে। শুধু ইমেইল ঠিকানা ব্যবহার করে ফরগট পাসওয়ার্ড অপশন ব্যবহার করলে ব্যবহারকারী নাম দেখায় কিনা কিংবা ই-মেইলে পাসওয়ার্ড পাঠায় কিনা এটা পরীক্ষা করতে যেয়ে আমি আমার মূল অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা দিয়ে ফরগট পাসওয়ার্ড বোতামে ক্লিক করি, এরপরই উইকিপিডিয়া থেকে একটি মেইলে অস্থায়ী পাসওয়ার্ড প্রেরণ করা হয়। অবাক করার বিষয় হচ্ছে এখানে থাকা ব্যবহারকারী নামটি আমার মূল অ্যাকাউন্টের‌‌‌ নাম ছিলো না, এখানে Shakil6910 অ্যাকাউন্টের জন্য অস্থায়ী পাসওয়ার্ড ছিল। তখন পর্যন্ত আমি জানতাম না যে একটি ইমেইল ঠিকানায় একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে পারে, তাই এটি আমার জন্য খুবই আশ্চর্যজনক ঘটনা ছিলো। পরবর্তীতে একজনের কাছে জানতে পারি এটা সম্ভব। এরপর আমি মনে করার চেষ্টা করি আমি কি পূর্বে আদৌও অ্যাকাউন্ট খুলেছিলাম? ওই অ্যাকাউন্ট নিবন্ধিত হওয়ার সময়ে আমি বাটন ফোন ব্যবহার করতাম এবং খুব সম্ভবত অ্যাকাউন্টটি ওই ফোন থেকেই (ফ্রী ব্যাসিকক্সের মাধ্যমে হতে পারে) খুলে থাকতে পারি। যাইহোক নামও যেহেতু আমার ও সংখ্যার প্যার্টানটিও পরিচিত লাগছে তাই আমি ধরে নিয়েছি আমিই অ্যাকাউন্টটি খুলেছিলাম এবং পরবর্তীতে একদমই ভুলে গিয়েছি এই ব্যবহারকারী নামের কথা। তারপর অ্যাকাউন্টটি উক্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে ক্লেইম করেছি এবং আমার মূল অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা সরিয়ে দিয়েছি। অ্যাকাউন্টটি আমার নিয়ন্ত্রণে আছে এবং এটি কোন ধরণের সম্পাদনার জন্য ব্যবহৃত হবে না।