ব্যবহারকারী:MdsShakil/নতুন নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিত্যদিনের গুরুত্বপূর্ণ কাজের তালিকা নিয়ে তৈরি করা হয়েছে..

সেপ্টেম্বর[সম্পাদনা]

১ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৬৫
    • দ্বিতীয় পাক ভারত যুদ্ধ শুরু হয়। এইদিন এক বিবৃতিতে শেখ মুজিব বলেন "এ যুদ্ধ জনগণের নয়, দুই দেশের প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠীর যুদ্ধ।"
  • ১৯৭২
    • পণ্য মূল্য নিয়ন্ত্রণে সারাদেশে ন্যায্য মূল্যের দোকান চালু করে শেখ মুজিব সরকার।

২ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৭৩
    • দিল্লি চুক্তি সম্পাদনার সাফল্যের জন্য শেখ মুজিবুর রহমানকে শুভেচ্ছা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ।
  • ১৯৭৪
    • শেখ মুজিবুর রহমানের উদ্যোগে দেশের শেষ সুবিধা বাড়াতে ৩৯ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার ঘোষণা দেয় জাপান সরকার

৩ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৭২
    • নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় জেনেভায় অবস্থানরত উদ্বিগ্ন শেখ মুজিবুর রহমান টেলিফোনে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নূরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
  • ১৯৭৩
    • আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, ন্যাশনাল আওয়ামী পার্টির সমন্বয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট

৪ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৫৬
    • খাদ্যের দাবিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে ভুখা মিছিল বের করা হয়।
  • ১৯৭২
    • খসড়া শাসনতন্ত্র অনুমোদন উপলক্ষে গণপরিষদে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান।

৫ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৭৩
    • শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে ত্রাণ কার্য পরিচালনার জন্য ১১.৮ মিলিয়ন ডলারের সাহায্যের ঘোষণা দেয় সুইডেন সরকার।

৬ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৪৭
    • ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের শেখ মুজিবসহ সমমনা যুবনেতাদের নিয়ে গড়ে ওঠে গণতান্ত্রিক যুবলীগ
  • ১৯৫৬
    • আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত। নতুন মন্ত্রিসভায় স্থান পান শেখ মুজিবুর রহমান।
  • ১৯৭৩
    • জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ মুজিব।

৭ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৪৭
    • ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের দুই দিনব্যাপী কর্মী সম্মেলনের শেষ দিনে ভাষাবিষয়ক কিছু প্রস্তাব শেখ মুজিবুর রহমান পাঠ করেন এবং এইগুলো গৃহীত হয়।
  • ১৯৫৬
    • কোয়ালিশন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। শেখ মুজিবুর রহমান শিল্প-বাণিজ্য দুর্নীতি দমন ও ভিলেজ এইড মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
  • ১৯৭১
    • পাকিস্তানের ফাইসালাবাদ জেলে শেখ মুজিবুর রহমানের গোপন বিচার করে তাকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে পাকিস্তান সরকার।

৮ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৭৩
    • শেখ মুজিবুর রহমান এর সফল কূটনৈতিক উদ্যোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আফ্রিকার দেশ জায়ারে (বর্তমান নাম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র)
  • ১৯৭৪
    • শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে সহ-উদ্যোক্তা হবার কথা ঘোষণা করে ভারত।

৯ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৫১
    • ঢাকা কেন্দ্রীয় কারাগারে মামলা নিয়ে আলোচনা করতে শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন আতাউর রহমান খান
  • ১৯৬৫
    • শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের ওপর ভারতের বেপরোয়া বিমান আক্রমণের তীব্র নিন্দা করেন এবং ভারতের শান্তিকামী জনসাধারণকে ভারতীয় যুদ্ধবাজ নেতাদের অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানান।

১১ সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ১৯৪৮
    • ফরিদপুরে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য গ্রেফতার করা হয় শেখ মুজিবুর রহমানকে।
  • ১৯৭২
    • সামনের বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধু সরকার।