ব্যবহারকারী:Kurshedul alam Alvi/সিকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিকদার বা শিকদার একজন ভারতীয় (মূলত বাঙালি) এবং বাংলাদেশী ভূস্বামীদের পদবী

।সিকদার শব্দের উৎপত্ত সিক' মানে সিকি অর্থাৎ সিকিভাগের বা এক - চতুর্থাংশের রাজস্ব সংগ্রহের মালিক যারা , দাস্তান (ধারণ বা মালিকানা)-এর বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ সংযোগে সিকদার ,শিকদার। এই শিরোনামটি সুরি সাম্রাজ্যের সুলতান শেরা শাহ সুরি 'সিক' নামক অঞ্চলের প্রশাসনিক প্রধানদের দিয়েছিল। সিকদাররা হলো বাঙালি  ভূস্বামী, সিকদার সমপরিমাণ হিন্দুদের ( উপাধি ভট্টাচার্য), যাদের ব্রিটিশরা সিকদার উপাধি দিয়েছিলেন। সিকদার মানে এক সিকির জমির মালিক (যা ১/৪ মণ)। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূস্বামী ছিলেন।

ভারতবর্ষ ভাগের পর ১৯৫০ সালে পাকিস্তান সরকার কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বিলুপ্তি মাধ্যমে এই পদটির সমাপ্তি ঘটে।

সিকদার পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বাংলাপিডিয়া [৫] পরগনা

Sobdartho [৬]

পোতন সিকদার [৭] কানাইপুর সিকদার [৮]

শেরশাহ সরকার ব্যবস্থা [৯]Modern South Asia: History, Culture, Political Economy [১০]

Dynasties: A Global History of Power, 1300–1800, page 1 05