বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Imshf.bd/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি
চিত্র:BCMEA logo.png
BCMEA Logo
বিসিএমইএ লোগো
সংক্ষেপেবিসিএমইএ
গঠিত১৯৯২
ধরনবাণিজ্যিক সমিতি
সদরদপ্তরঢাকা
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
প্রেসিডেন্ট
মো. সিরাজুল ইসলাম মোল্লা
সম্পৃক্ত সংগঠন
ওয়েবসাইটbcmea.org.bd

বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিসিএমইএ) বাংলাদেশের সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি। এর বর্তমান সভাপতি হলেন মো. সিরাজুল ইসলাম মোল্লা[]

ইতিহাস

[সম্পাদনা]

এই সমিতি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।

কার্যক্রম

[সম্পাদনা]

বিসিএমইএ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ বা বিদেশে অনুষ্ঠিত সিরামিক মেলায় এর সদস্যদের অংশগ্রহণের ব্যবস্থা করা, বিদেশি ক্রেতা, ব্যবসায়ী সমিতি ও চেম্বারের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা, সিরামিক সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা এর সদস্য, সিরামিক তা ও অন্যান্য ব্যবহারকারীদেরকে সরবরাহ করা। এছাড়াও বিসিএমইএ সিরামিক কারখানায় অগ্নি-দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে নিরাপত্তা সম্পর্কিত ব্যবস্থা গ্রহণে এর সদস্যদের সহায়তা করে।

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএ ২০১৫ সালে সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সিরাজুল ইসলাম বিসিএমইএর সভাপতি"সমকাল। সংগ্রহের তারিখ ০৯ মার্চ ২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • {{বাংলাপিডিয়া}} টেমপ্লেটে আইডি অনুপস্থিত ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই।