ব্যবহারকারী:HM Sajal/microcontroller

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভুমিকা[সম্পাদনা]

মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটি অখন্ড ইলেকট্রনিক চিপ যা একটি প্রসেসর,মেমরি,ইনপুট-আউটপুট পোর্ট এবং অন্যান্য যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি। মাইক্রাকন্ট্রলারকে একটি ছোটখাটো কম্পিউটার বলা যায় যা সাধারনত একটি নির্দিষ্ট উদ্যেশ্য সাধনের জন্য প্রস্তুত কোন সংযুক্ত সিস্টেমে ব্যবহার করা হয়।[১]একটি চিপের মধ্যে প্রসেসর,মেমরি ও অন্যান্য যন্ত্রাংশসমূহ সংযুক্ত হওয়ায় এটি খুবই ব্যবহার উপযোগী। সংযুক্ত সিস্টেমের জগতে মাইক্রোকন্ট্রোলার একটি নতুন যুগের সূচনা করেছে। মাইক্রোকন্ট্রোলারের উল্যেখযোগ্য উদাহরণ হচ্ছে মাক্রোচিপ টেকনোলজির তৈরি PIC16F84,মটরোলার MIC6800,আরডুইনো ইত্যাদি।


ইতিহাস[সম্পাদনা]

যন্ত্রাংশ[সম্পাদনা]

প্রোগ্রামিং এনভায়রনমেন্ট[সম্পাদনা]






[[en:[[১]]