ব্যবহারকারী:Fakhrul islam farki

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্থনীতি[সম্পাদনা]

এখানকার অর্থনীতি বেশ ভাল। দেশ-বিদেশ থেকে ঢাকা-চট্টগ্রাম-টেকনাফ রুটে এই উপজেলার সীমান্তে সেন্টমার্টিন দ্বীপে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন, টেকনাফ বন্দর, নাফ নদী-বঙ্গোপসাগর থেকে মুল্যবান মাছ আহরণ, খনিজ লবন, পান সুপারীর মাধ্যমে অর্থ উপার্জন। পাহাড় ও নদী-সাগর ঘেরা টেকনাফে সুন্দর লবন মাঠ এবং বড় বড় মৎস্য প্রজেক্ট আছে। এই স্থান কৃষি কাজ, লবন চাষ ও মাছ চাষ করার জন্য বেশ ভাল।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

মীরসরাই উপজেলায় দুটি থানা, দুটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন আছে।

থানা গুলো হচ্ছে: মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা

পৌরসভা গুলো হচ্ছে: মীরসরাই পৌরসভা, বারৈয়ারহাট পৌরসভা

ইউনিয়ন গুলো হচ্ছে: করের হাট, হিঙ্গুলী, ধুম, জোরারগঞ্জ, ওসমানপূর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপূর, মীরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছরা, হাইতকান্দি, মায়ানী, ওয়াহেদপূর, সাহেরখালী

শিক্ষা[সম্পাদনা]

স্কুল সমূহঃ-

১) সরকার হাট এন আই উচ্চ বিদ্যালয় ২) হাদী ফকিরহাট উচ্চ বিদ্যালয় ৩) হাইতকান্দি উচ্চ বিদ্যালয় ৪) সাহের খালি উচ্চ বিদ্যালয় ৫) আবুতোরাব উচ্চ বিদ্যালয় ৬) মগাডিয়া উচ্চ বিদ্যালয় ৭) করেরহাট উচ্চ বিদ্যালয় ৮) আবুরহাট উচ্চ বিদ্যালয় ৯) মাজেদা হক উচ্চ বিদ্যালয় ১০) মীরসরাই উচ্চ বিদ্যালয় ১১) মিঠাছড়া উচ্চ বিদ্যালয় ১২) আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ১৩) শফীউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়

মাদ্রাসা সমূহ -- ১) মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা ২) সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসা ৩) আবুতোরাব ফাজিল মাদ্রাসা ৪) মিঠাছড়া ফাজিল মাদ্রাসা ৫) শান্তিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ৬) সাহেরখালি এ এইচ জি মাদ্রাসা ৭) মির্জাবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৮) করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা ৯) মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১০) রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া ইবতেদায়ী মাদরাসা ১১) বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসা ১২) বাহার চৌধুরী নূরীয়া দাখিল মাদরাসা ১৩) বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা

কলেজ সমূহ -- ১)নিজামপুর কলেজ ২)মীরসরাই কলেজ ৩)বারিহাট কলেজ ৪)প্রফেসর কামাল উদ্দিন আহমেদ কলেজ

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

টেকনাফ উপজেলায় ৬ টি ইউনিয়ন আছে । ইউনিয়ন গুলো হলঃ হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ, বাহারছড়া, সাবরাং, সেন্টমার্টিন দ্বীপ। এ উপজেলায় ১২টি মৌজা এবং ১৩৩টি গ্রাম রয়েছে।[১]

কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]

১) জনাব ডঃ গাজী কামরুল ইসলাম (জঙ্গলী ফকির)। তিনি আধ্যাত্নিক সাধক। হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালির পাহাড়ের ২ কিলোঃ গভীরে আল্লাহর স্বান্নিধ্য লাভে রত থাকার পর শিক্ষা-দীক্ষাহীন অজয়পাড়া গাঁ, রঙ্গীখালিতে ইসলামীক সেন্টার, এতিমখানা ও ২টি বড় মাদরাসা প্রতিষ্ঠা করেন। ১টি নার্সিং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জায়গা গ্রহন করেন। ২) মাওলানা ইসহাক(ছদর সাব হুজুর রহঃ) ৩) জনাব অধ্যাপক মোহাম্মদ আলী (এমপি) ৪) জনাব আব্দুর রহমান বদি (এমপি)

শিক্ষা[সম্পাদনা]

স্কুল সমূহঃ- ১)

মাদ্রাসা সমূহ -- ১) রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদরাসা ২) রঙ্গীখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসা ৩)

কলেজ সমূহ -- ১)টেকনাফ কলেজ

  1. জেলা তথ্য বাতায়ন, কক্সবাজার (উপজেলা ও ইউনিয়ন)