ব্যবহারকারী:DelwarHossain/তামান্না-ই-লুৎফী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তামান্না-ই-লুৎফী বাংলাদেশে বিমান বাহিনীর প্রথম নারী বৈমানিক। তিনি ২০১৪ সালে প্রথম নারী পাইলট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।


কর্মজীবন[সম্পাদনা]

২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা৷ ২০১৭ সালে জাতিসংঘ শান্তি মিশনে যোগ দিতে তামান্না আর নাইমাও যান কঙ্গোতে৷সাব সাহারান দেশটিতে কেমন আছেন তারা? বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার সন্তান তামান্না-ই-লুৎফী এবং কৃষিবিদের সন্তান নাইমা হক ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন৷ ২০১৪ সালের ১৭ ডিসেম্বর যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে কঠিন এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের প্রথম সামরিক নারী পাইলটের স্বীকৃতি পান তাঁরা৷[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দুই বাংলাদেশিকে জাতিসংঘের সম্মান"ডয়চে ভেল। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 

বিষয়শ্রেণী:বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক বিষয়শ্রেণী:বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা বিষয়শ্রেণী:নারী বৈমানিক