ব্যবহারকারী:DelwarHossain/কাজী আলী হোসেন জামে মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী আলী হোসেন জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাচাঁদপুর
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
মালিকানাপ্রিন্স গ্রুপ [১]
নেতৃত্বপ্রিন্স গ্রুপ
পবিত্রীকৃত বছর২০১৭
অবস্থান
অবস্থানবাংলাদেশ চাঁদপুর, বাংলাদেশ
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামি,
সম্পূর্ণ হয়২০১৯
নির্মাণ ব্যয়আড়াই কোটি
বিনির্দেশ
সম্মুখভাগের দিকদক্ষিণ
ধারণক্ষমতা৫০০
গম্বুজসমূহ
মিনার
মিনারের উচ্চতা১০০ ফুট
উপাদানসমূহমার্বেল ও পাথর[১]

কাজী আলী হোসেন জামে মসজিদ চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। ভারতের সম্রাট শাহাজাহানের নির্মিত তাজমহলের নকশাকে অনুকরণ করে মার্বেল ও পাথর দিয়ে এ মসজিদটি নির্মাণ করেছে প্রিন্স গ্রুপ। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদটি চাঁদপুর জেলার সর্বাধিক ব্যয়বহুল মসজিদ হিসেবে পরিচিত।[১]

অবস্থান[সম্পাদনা]

কাজী আলী হোসেনের জন্মস্থান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামে অবস্থিত কাজী আলী হোসেন জামে মসজিদ। এর পাশে রয়েছে মসজিদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাজী লজ্জাতুন নেছা মেমোরিয়ার হাসপাতাল।[১]

ইতিহাস[সম্পাদনা]

৫ এপ্রিল ২০১৯ শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী আলী হোসেনের নামে দ্বীতল এ মসজিদটি উদ্বোধন করা হয় । ২০১৭ সালের ডিসেম্বর মাসে কাজী আলী হোসেনের সন্তান কাজী রুহুল আমিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । [২]

মসজিদ সংলগ্ন প্রতিষ্ঠান[সম্পাদনা]

মসজিদটির পাশাপাশি ৬ কোটি টাকা ব্যয়ে আরও ৩ টি সেবামূলক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে কাজী লজ্জাতুন নেছা মেমোরিয়ার হাসপাতাল, এতিম খানা, হাফেজীয়া মাদ্রাসা ও ৪০ টি দোকান সমৃদ্ধ কাজী বাজার। দোকানগুলো আয় থেকে মসজিদ পরিচালনা ব্যয় নির্ধারণ করা হয়। [৩]

অবকাঠামো[সম্পাদনা]

মার্বেল ও পাথর দিয়ে নির্মিত কাজী আলী হোসেন জামে মসজিদ দুই তলা বিশিষ্ট, ১টি ১০০ ফুট লম্বা মিনার ও ৫টি গুম্বজ রয়েছে। একসাথে ৫ শ’ মুসল্লীর নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। প্রধনা ফটক ছাড়াও ২৪ টি জানালা ও ৩০ আসনের ওজুখানা ৬ টি শৌচাগার রয়েছে। [৩]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন চাঁদপুরের কাজী আলী হোসেন জামে মসজিদ"। দ্য ওয়াল্ড নিউজ। ২৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯ 
  2. "চাঁদপুরে মসজিদ উদ্বোধন করলেন প্রিন্স গ্রুপের চেয়ারম্যান কাজী রুহুল আমিন"। দ্য ডেইলি অবজারবার। ৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯ 
  3. "চাঁদপুরে ৬ কোটি টাকা ব্যয়ে সেবা দিচ্ছে প্রিন্স গ্রুপের ৪ প্রতিষ্ঠান"। চাঁদপুর টাইমস। ২৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯