ব্যবহারকারী:লাকি/শামসুল আরেফীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামসুল আরেফীন
জন্ম (1977-11-20) ২০ নভেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
চন্দনাইশ, চট্টগ্রাম
জাতীয়তাবাংলাদেশি
পেশালেখক
পরিচিতির কারণলোকগবেষণা

শামসুল আরেফীন বাংলাদেশের একজন লোকগবেষক ও কবি। তিনি ২০শে নভেম্বর ১৯৭৭ সালে চট্টগ্রামের চন্দনাইশ থানার সদর এলাকায় মৌলবি সৈয়দ আবু তালেবের বাড়িতে জন্মগ্রহণ করেন।

প্ররম্ভিক জীবন[সম্পাদনা]

শামসুল আরেফীন-এর পিতা ও মাতা যথাক্রমে আবদুল মোবিন ও তমনারা বেগম। শামসুল আরেফীন লোকগবেষক হিসেবে পরিচিত। আস্কর আলী পণ্ডিত:একটি বিলুপ্ত অধ্যায় ,বাঙলাদেশের লোককবি ও লোকবসাহিত্য-প্রথম খণ্ড, বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড ,আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞানচৌতিসা ও পঞ্চসতী প্যারজান (সম্পাদনা) নামে তাঁর গ্রন্থগুলো লোক বিষয়ে প্রকাশিত। বাংলা সাহিত্যের কথাশিল্পী আহমদ ছফাকে নিয়েও 'আহমদ ছফার অন্দরমহল' নামে একটি গবেষণাগ্রন্থ আছে তাঁর। এসব সত্ত্বেও তিনি ছড়া-কবিতা-গান রচনা করতে ভালবাসেন ।পল্লীর বিষয়-আশয় নিয়ে গান রচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ তাঁর।বাংলাদেশ বেতার-চট্টগ্রামের অনুমোদিত গীতিকার আরেফীনের গান গেয়েছেন প্রতীমা ঘোষ দস্তিদার, আবদুর রহিম, সুপর্ণা রায় প্রমুখ।গানে সুরারোপ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রবাল চৌধুরী, মৃণাল কান্তি ভট্টাচার্য প্রমুখ।[১]

শিক্ষা[সম্পাদনা]

শামসুল আরেফীন চট্টগ্রামের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে মাধ্যমিক, গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে স্নাতক পরীক্ষায় অংশ নেন। স্নাতক পাশ করার পরবর্তীতে তিনি চট্টগ্রাম আইন কলেজেও কিছুকাল অধ্যয়ন করেন।[২]

সাহিত্য[সম্পাদনা]

শামসুল আরেফীন অনেককাল ধরে সাহিত্য-সাধনায় নিয়োজিত থেকে ১০টি গ্রন্থ প্রকাশ করেন। 'আহমদ ছফার অন্দরমহল' প্রকাশের পর বোদ্ধা পাঠকমহলে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়। 'বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড' প্রকাশিত হলে তা লোকগবেষকদের কাছে অনবদ্য গ্রন্থ চিহ্নিত হয়। ২০১০সালে তাঁর সংগ্রহ ও সম্পাদনায় প্রকাশিত হয় 'আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞানচৌতিসা ও পঞ্চসতী প্যারজান'।গ্রন্থটি সম্পর্কে বাংলা ভাষা ও সাহিত্যের পণ্ডিত যতীন সরকার দৈনিক পূর্বকোণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।[৩] 'বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড' সম্পর্কে দৈনিক প্রথম আলো পত্রিকায় আলোচনা প্রকাশিত হয়।[৪] ২০১২ সালে আরেফীনের সংগ্রহ ও সম্পাদনায় প্রকাশিত হয় 'বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোককসঙ্গীত-১ম খণ্ড '।২০১৩ সালে প্রকাশিত হয় 'আস্কর আলী পণ্ডিত:৮৬বছর পর'।[৫] ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় আরেফীনের কাব্য 'রুবাইয়াই-আরেফীন'।[৬] শামসুল আরেফীনের গ্রন্থতালিকা: ১.আহমদ ছফার অন্দরমহল (২০০৪) ২.আস্কর আলী পণ্ডিত:একটি বিলুপ্ত অধ্যায়(২০০৬) ৩.বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য-প্রথম খণ্ড(২০০৭) ৪.বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড(২০০৮)[৭] ৫.আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞানচৌতিসা ও পঞ্চসতী প্যারজান(সংগ্রহ ও সম্পাদনা,২০১০) ৬.বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোককসঙ্গীত-১ম খণ্ড(২০১২) ৭.আস্কর আলী পণ্ডিত:৮৬বছর পর(২০১৩) ৮.গাঙ্গেয় বদ্বীপের অনন্য সঙ্গীতজ্ঞ:স্বপন কুমার দাশ(২০১৩) ৯.রুবাইয়াত-ই-আরেফীন(কাব্য,২০১৪) ১০.বাঁশরিয়া বাজাও বাঁশি(গানের গ্রন্থ,২০১২)।[৮]

পুরস্কার[সম্পাদনা]

  • আস্কর আলী পণ্ডিত পদক-২০১১।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সমুজ্জ্বল সুবাতাস।চৌধুরী বাবুল বড়ুয়া সম্পাদিত।বালাঘাটা,বান্দরবান সদর,বান্দরবান পার্বত্য জেলা।আগস্ট ২০১৩।[পৃষ্ঠা৫৬-৫৭]।
  2. সমুজ্জ্বল সুবাতাস।চৌধুরী বাবুল বড়ুয়া সম্পাদিত।বালাঘাটা,বান্দরবান সদর,বান্দরবান পার্বত্য জেলা।আগস্ট ২০১৩।[পৃষ্ঠা৫৬-৫৭]।
  3. দৈনিক পূর্বকোণ।২৯ জুলাই ২০১১ ও ২২জুন২০১২।
  4. দৈনিক প্রথম আলো।০৫ডিসেম্বর ২০০৮।
  5. ধমনি।আবদুল মান্নান স্বপন সম্পাদিত।ফেব্রুয়ারি ২০১৫।নীলিমা,পশ্চিম মথুরাপুর,বাজিতপুর,কিশোরগঞ্জ।[পৃষ্ঠা১৩৯]
  6. শাঁখ।শেখর দেব সম্পাদিত।আগস্ট ২০১৪।[পৃষ্ঠা৫৭]
  7. দৈনিক পূর্বকোণ।১১জুলাই ২০০৮।
  8. সমুজ্জ্বল সুবাতাস।চৌধুরী বাবুল বড়ুয়া সম্পাদিত।বালাঘাটা,বান্দরবান সদর,বান্দরবান পার্বত্য জেলা।আগস্ট ২০১৩।[পৃষ্ঠা৫৬-৫৭]
  9. আস্কর আলী পণ্ডিত স্মারক। মোহাম্মদ আইয়ুব সম্পাদিত।আস্কর আলী পণ্ডিত স্মৃতি সংসদ,শোভনদণ্ডি,পটিয়া,চট্টগ্রাম।এপ্রিল ২০১১।