ব্যবহারকারী:মোহাম্মদ মারুফ/numTranslator

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
numTranslator
বিবরণইংরেজি সংখ্যা এবং তারিখগুলি বাংলা ভাষায় অনুবাদ করে।
লেখকমোহাম্মদ মারুফ
অবস্থাসক্রিয়
প্রথম প্রকাশ২৩ ডিসেম্বর ২০২২; ১৫ মাস আগে (2022-12-23)
হালনাগাদনিয়মিত
সমর্থিত স্কিনGreen tickY সকল স্ক্রিন সমর্থিত
উৎসব্যবহারকারী:মোহাম্মদ মারুফ/numTranslator.js
গিটহাব রিপোজিটরিগিটহাবে numTranslator.js

ব্যবহার[সম্পাদনা]

এই স্ক্রিপ্টটি উইকিপিডিয়াতে ব্যবহারকারীদের ইংরেজি সংখ্যা এবং তারিখগুলোকে এক ক্লিকে সহজেই অনুবাদ করতে সাহায্য করবে। এটিকে উইকিপিডিয়ায় ব্যবহারকারীদের অনুবাদ করার অভ্যন্তরীণ একটি সহায়ক প্রযুক্তি হিসাবে যুক্ত করা হয়েছে।

ইনস্টলেশন[সম্পাদনা]

  • ব্যবহারকারী পাতায় ইনস্টলেশন:

এই পাতায় গিয়ে নিচের কোডটি প্রতিলেপন করুন:
mw.loader.load('//bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:মোহাম্মদ মারুফ/numTranslator.js&action=raw&ctype=text/javascript');

বাগ/মন্তব্য[সম্পাদনা]

  • বাংলা উইকিপিডিয়ায় অনেক বিষয় ইংরেজি উইকিপিডিয়া থেকে আসায় কিছু ক্ষেত্রে বাংলা সংখ্যা ব্যবহারের কথা থাকলেও ইংরেজি সংখ্যা ব্যবহার হয়। যেমন: ISBN, OIC, BIO ইত্যাদি নাম্বার যা অন্য নাম্বার থেকে আলাদা করা দূরূহ। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে এগুলো অনুবাদ না হয়। তবে কোনো কোনো সময়ে অনুবাদের সমস্যা দেখা দিতে পারে। এ রকম হলে আমাকে জানাতে দ্বিধাবোধ করবেন না।

এছাড়াও অন্য যেকোনো সমস্যায় অথবা মন্তব্য করতে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। আপনার যেকোন পরামর্শ গ্রহণ করতে আমি আনন্দিত হব!