ব্যবহারকারী:আ হ ম সাকিব/প্রপাপ্র/ইআদি/জানুয়ারি/৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৯ জানুয়ারি

জাতিসংঘের নিউইয়র্ক ভবন
জাতিসংঘের নিউইয়র্ক ভবন
  • ১৯৫১ - নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ।
  • ১৯৬০ - মিসরের নীল নদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।
  • ১৯৬৪ - পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খাল এলাকায় মার্কিন সৈন্য আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২১জন পানাম্যানিয়ন নিহত , ৪জন মার্কিন সৈন্য প্রাণ হারায়। এজন্য এই দিনটি পানামায় শহীদ দিবস হিসেবে পালিত হয়।
  • ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠিত জেনেভা বৈঠক ব্যর্থ হয়।
  • ১৯৯২ - বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।