ব্যবহারকারী:আমিদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুহাম্মদ (সাঃ)(সাঃ) বাদ দিয়ে লেখা উইকিপিডিয়ার মুছলিম বাঙালীরা কোথায় পেলো !? নীতি মানুষের কল্যাণে তৈরী হয় ,ভাঙ্গা হয় ,পরিবর্তন হয়.২ - ৪ জন নীতি নির্ধারকগণ যদি মনে করেন অবৈধ বা হিংসাত্মক কোনো লিখা লিখেছি,তাহলে ক্ষমতাবলে করণীয় করে ফেলুন আর যদি মনে করেন একটা জরিপ করবেন, করতে পারেন (উইকি নীতিতে!) ।উইকির নীতিতে এটা কেনো - তথ্যছকে মুহাম্মদ (সাঃ) দুটি শব্দই বন্ধনী সহ দেয়া আছে ,তাহলে নিবন্ধে কেনো শুধু প্রথম শব্দ লিখবেন ? আবার বললেন "বাকি নিবন্ধে ক্ষেত্রে মনে মনে পড়ে নিন" । মনে মনে পড়বো বা পড়তে হয় মুসলিমদের, সেটা কোরআনে আদেশ রয়েছে , কেন আদেশ সেটা মুহাম্মদ (সাঃ)মুসলিমদের বুঝিয়ে দিয়েছে এতএব বাহুল্য উপদেশের প্রয়োজন আছে কি? ধন্যবাদ।

আপনি বললেন -{{উইকিপিডিয়ায় ঐকমত্যের ভিত্তিতে কাজ হয়। আলোচনা করুন, যুক্তি দিন। আলোচনা না করে আপনি যদি "সাঃ" যোগ করা নিয়ে, আপনার দাবি পূরণের জন্য এভাবে স্প্যাম করতে থাকেন, তবে আপনাকে বাধা দেওয়া ছাড়া তো কোন উপায় খুঁজে পাচ্ছি না। -- আফতাবুজ্জামান (প্র/ব্য-প) (আলাপ) ১৯:৩৯, ৯ জুন ২০২১ (ইউটিসি)}} আমার উত্তর হলো -মুহাম্মা সাঃ বিষয়ে যুক্তি দিয়েছি আলোচনা লিখেছি।তার চেয়ে বড়ো কথা আল্লাহ আদেশ দিয়েছেন মুহাম্মদ (সাঃ) বলতেই বা লিখতেই হবে ।পরিশেষে বলি - আমার যুক্তি আলোচনা যেহেতু স্প্যাম বললেন এবং বাধা দেওয়া ছাড়া উপায় খুঁজে পাচ্ছেন না,তাহলে সময় নষ্ট না করাই ভালো আপনাদের।আমি আল্লাহ'র আদেশ পালনে চেষ্টা করেই যাবো ইনশা আল্লাহ্। -- আমিদেশ (আলাপ) মুহাম্মা+দ দিয়ে যে শব্দ হয় সে উচ্চারন শুধু আল্লাহ'র জন্য নির্ধারিত,মানুষের জন্য শব্দটি হবে মুহাম্ম+দ+দরূদ(সাল্লেল্লাহ হু আলাইহিওয়াসাল্লাম) = মুহাম্মদসাঃ বা মুহাম্মদ(সাঃ) ২৩:১৬, ৯ জুন ২০২১ (ইউটিসি)