বেলেনেন্সেস এসএডি
![]() | ||||
পূর্ণ নাম | বেলেনেন্সেস এসএডি | |||
---|---|---|---|---|
প্রতিষ্ঠিত | ৩০ জুন ২০১৮ | |||
মাঠ | এস্তাদিও নাসিওনাল[১] | |||
ধারণক্ষমতা | ৩৭,৫৯৩ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | প্রিমেইরা লিগা | |||
২০১৯–২০ | ১৫তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
বেলেনেন্সেস এসএডি (ইংরেজি: Belenenses SAD) হচ্ছে লিসবন ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ২০১৮ সালের ৩০শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বেলেনেন্সেস এসএডি তাদের সকল হোম ম্যাচ লিসবনের এস্তাদিও নাসিওনালে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৭,৫৯৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পেতিত এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রুই পেদ্রো সোয়ারেস। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় গনসালো সিলভা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "বেলেনেন্সেস এসএডি: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (পর্তুগিজ)