বেণুবনছায়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেণুবনছায়া
উদ্যানের সরোবর
মানচিত্র
ধরনআরবান পার্ক
অবস্থানবৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা
খোলা হয়২০১৩; ১১ বছর আগে (2013)
পরিচালিতকলকাতা মহানগরীয় উন্নয়ন পর্ষদ
খোলাসারা বছর (সকাল ১০টা থেকে রাত্রি ৯টা)

বেণুবনছায়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে একটি পরিকল্পিত সরোবর-উদ্যান। ২০১৩ কলকাতার সৌন্দর্যায়নের জন্য কলকাতা মহানগরীয় উন্নয়ন পর্ষদ এই উদ্যানটি গড়ে তোলে।[১] এটি জনসাধারণের জন্য উন্মুক্ত উদ্যান। এখানে নৌকাচালনা, শিকারা ভ্রমণ, মাছ ধরা, ট্রাম রেস্টুরেন্ট ও বসার ব্যবস্থা আছে। উদ্যানে দুটি সরোবর রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "..::Kolkata Metropolitan Development Authority::.."kmdaonline.org। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫