বেউল্ফ (২০০৭-এর চলচ্চিত্র)
বেউল্ফ | |
---|---|
![]() | |
পরিচালক | রবার্ট জেমেকিস |
প্রযোজক | রবার্ট জেমেকিস স্টিভ বিং জ্যাক রাপকে স্টিভ স্টার্কে |
রচয়িতা | নিল গাইম্যান রজার অ্যাভারি |
শ্রেষ্ঠাংশে | রে উইন্সটোন অ্যান্থনি হপকিন্স অ্যাঞ্জেলিনা জোলি ক্রিসপিন গ্লোভার রবিন রাইট পেন জন ম্যালকোভিচ |
সুরকার | অ্যালান সিলভেস্ট্রি |
চিত্রগ্রাহক | রবার্ট প্রেসলে |
সম্পাদক | জেরেমিয়াহ ও'ড্রিসকল |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স ওয়ার্নার ব্রাদার্স |
মুক্তি | ১৬ নভেম্বর, ২০০৭ |
দৈর্ঘ্য | ১১৫ মিনিট |
দেশ | যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র |
ভাষা | পুরোনো দিনের ইংরেজি ইংরেজি |
নির্মাণব্যয় | ৮০৫ কোটি টাকা |
আয় | ১,৩৭৪ কোটি টাকা |
বেউল্ফ (ইংরেজি: Beowulf) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কল্প চলচ্চিত্র। পুরোনো দিনের অ্যাংলো-স্যাক্সন ইংরেজি ভাষায় রচিত একই নামের একটি মহাকাব্যের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত। ছবিটির পরিচালনায় ছিলেন রবার্ট জেমেকিস। ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রে উইন্সটন, অ্যান্থনি হপকিন্স, রবিন রাইট পেন, ব্রেন্ডেন গ্লিসন, জন ম্যালকোভিচ, ক্রিসপিন গ্লোভার, অ্যালিসন লোহম্যান, এবং অ্যাঞ্জেলিনা জোলি। ১৬ নভেম্বর, ২০০৭-এ এটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে একসাথে মুক্তি পায়। ছবিটি বিভিন্ন থ্রি-ডি ফরম্যাট, ও স্ট্যান্ডার্ড টু-ডি ফরম্যাটে মুক্তি পায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বেউল্ফ (ইংরেজি)
- অলমুভিতে বেউল্ফ (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে বেউল্ফ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে বেউল্ফ (ইংরেজি)
- মেটাক্রিটিকে বেউল্ফ (ইংরেজি)
- বেউল্ফ প্রযোজনা টীকা