বুরারা গোমাটা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেল গ্রীন আউলেট
Pale Green Awlet
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Hesperiidae
গণ: Burara
প্রজাতি: B. gomata
দ্বিপদী নাম
Burara gomata
(Moore, [1866])[১]
প্রতিশব্দ

Ismene gomata Moore, 1865[১]
Burara gomata Vane-Wright and de Jong, 2003

পেল গ্রীন আউলেট (বৈজ্ঞানিক নাম: Burara gomata(Moore)) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের[২] এবং ‘কোয়লিয়াডিনি’ উপগোত্রের সদস্য।[৩]

আকার[সম্পাদনা]

পেল গ্রীন আউলেট এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৬৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৪]

বিস্তার[সম্পাদনা]

এই প্রজাতি ভারত এর পশ্চিমঘাট পর্বতমালা, সিকিম থেকে অরুনাচল প্রদেশ[৫] এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

এই প্রজাতি বিবাসিস বসুতনা প্রজাতির সাথে ভীষন সাদৃশ্যপূর্ন।

পুরুষ প্রকারের ডানার উপরিতল বাদামী এবং ফ্যাকাশে হলদে সরু, ডোরাকাটা। উক্ত ডোরাগুলি শিরা মধ্যস্থ এবং সমান্তরাল ভাবে বিন্যস্ত। পিছনের ডানার কোস্টা চওড়াভাবে ফ্যাকাশে।[৬]

স্ত্রী প্রকারে ডানার উপরিতল খুব কালচে, বেগুনি এবং বাদামীর মিশ্রন এবং ডিসকাল অংশের অধিকাংশই ধাতব বেগুনি বর্ন বিশিষ্ঠ। ডানার গোড়ার দিকের (base) বর্ন ধাতব সবুজ।[৬]

স্ত্রী-পুরুষ উভয়ের ডানার নিম্নতল অনুরূপ। ডানার নিম্নতল কালচে বাদামী এবং শিরাগুলি এবং শিরা মধ্যস্থ সমান্তরাল ডোরাগুলি (streak) ধূসর সবুজ অথবা ফ্যাকাশে হলুদ। সামনের ডানার ডরসাম চওড়া ফ্যাকাশে বাদামী এবং উভয় ডানার টার্মিনাল মার্জিন অথবা প্রান্ত সীমারেখা বাদামী। পিছনের ডানা সামনের ডানারই অনুরূপ, তবে একটি চওড়া ফ্যাকাশে সাদা বন্ধনী (band) ডানার গোড়া থেকে সেল এর মধ্য দিয়ে টার্মেন পর্যন্ত বিস্তৃত।[৬]

মাথা, বক্ষদেশ, পা এবং অ্যানাল প্রান্ত হলুদ। উদর কালচে বাদামী এবং গোলাকৃতি ডোরাগুলির উপরিতল হলদেটে এবং নিম্নভাগ কমলা-হলুদ। স্ত্রী প্রকার পুরুষ অপেক্ষা অধিকতর উজ্জ্বল বর্ন যুক্ত।[৬]

আচরণ[সম্পাদনা]

অন্যান্য Awl প্রজাতির মত গ্রীন আউলেট এর উড়ান দ্রুতবেগ সম্পন্ন এবং তীরের বেগে ঘুরপাক খেয়ে ওড়ে (darting flight)। ভিজে মাটি এবং পাথরের ভিজে ছোপে অবস্থান করে মাড-পাডল এবং ফুলের মধুপান এদের প্রিয় স্বভাব। অন্যান্য Awl দের মত এয় প্রজাতিও সাধারনত ভোরবেলা, সকালের একদম প্রথম ভাগে এবং গোধূলি বেলায় (dusk) সক্রিয় থাকে। দিবাভাগের বাকী রৌদ্রজ্জ্বল সময়ে কখনো কখনো ঘন ছায়াচ্ছন্ন অংশে এদের বিচরন লক্ষ্য করা যায়। এরা ডানা বন্ধ অবস্থায় গাছের পাতার নীচে বিশ্রাম নেয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Card for Beccaloni, G.; Scoble, M.; Kitching, I.; Simonsen, T.; Robinson, G.; Pitkin, B.; Hine, A.; Lyal, C., সম্পাদকগণ (২০০৩)। "বুরারা গোমাটা"The Global Lepidoptera Names IndexNatural History Museum  Retrieved April 19, 2018.
  2. Nitin, R., V.C. Balakrishnan, P.V. Churi, S. Kalesh, S. Prakash & K. Kunte (2018). Larval host plants of the butterflies of the Western Ghats, India. Journal of Threatened Taxa 10(4): 11495–11550; http://doi.org/10.11609/jott.3104.10.4.11495-11550
  3. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 62। আইএসবিএন 978 019569620 2 
  4. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 68। আইএসবিএন 9789384678012 
  5. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 23। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164 
  6. Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 469। আইএসবিএন 978-8170192329