বুমার‍্যাং (অস্ট্রেলিয়া)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুমার‍্যাং
উদ্বোধন৩ অক্টোবর ১৯৯৫; ২৮ বছর আগে (1995-10-03) (আনুষ্ঠানিক ব্লক হিসেবে)
১৪ মার্চ ২০০৪; ২০ বছর আগে (2004-03-14) (স্বতন্ত্র চ্যানেল হিসেবে)
মালিকানাওয়ার্নার ব্রস. ডিসকভারি ইন্টারন্যাশনাল
চিত্রের বিন্যাস৫৭৬আই এসডিটিভি
দেশঅস্ট্রেলিয়া
ভাষাইংরেজি
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
কার্টুন নেটওয়ার্ক
সিএনএন ইন্টারন্যাশনাল
ওয়েবসাইটwww.Boomerangtv.com.au
ফক্সটেল গোচ্যানেল ৭১৫

বুমার‍্যাং হচ্ছে এটির আন্তর্জাতিক বিভাগের অধীনে ওয়ার্নার ব্রস. ডিসকভারি মালিকানাধীন একটি অস্ট্রেলীয় শিশুতোষ পে টেলিভিশন চ্যানেল। এটি কার্টুন নেটওয়ার্কের একটি ভ্রাতৃপ্রতিম সার্ভিস।

ইতিহাস এবং ব্র্যান্ডিং[সম্পাদনা]

বুমার‍্যাং এর এশীয় সার্ভিসের অস্ট্রেলীয় এবং নিউজিল্যান্ড ফিডের উদ্বোধন হয় ২০০৪ সালের ১৪ মার্চে, ফক্সটেল ডিজিটালের একটি অংশে। এটির অনুষ্ঠানসূচী যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সংস্করণের সাথে খুব অনুরূপ। মূলত ওয়ার্নার ব্রস., এমজিএম এবং হ্যানা-বার্বেরা-এর মতো স্টুডিওসমূহের ক্লাসিক কার্টুনের জন্য উত্সর্গীকৃত, চ্যানেলটি পরবর্তীতে পুচিনি সহ আরও সমকালীন অনুষ্ঠানসমূহ অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে। এই চ্যানেলটি কিছু আইএসপি দ্বারা ফেচ টিভিতে একটি সাবস্ক্রিপশন বিনোদন প্যাকেজে বিনামূল্যে ট্রায়াল হিসাবে উপলব্ধ এবং ২০১৭ সালের ২৬ জানুয়ারিতে এটিকে অন্তর্ভুক্ত করা হয়।[১]

২০১২ সালের ১ ডিসেম্বরে বুমার‍্যাং একটি পরিবর্তিত রূপে চলে আসে, এবং যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশে ব্যবহৃত লোগো ব্যবহার করা শুরু করে। এটি ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওতে সম্প্রচার করা শুরু করে।[২]

২০১৪ সালের ৩ নভেম্বর বুমার‍্যাং একটি বিশ্বব্যাপী পরিবর্তন প্রচেষ্টার অংশ হিসেবে একটি নতুন লোগো এবং ব্র্যান্ডিং গ্রহণ করে।[৩] ২০১৪ সালের শেষ দিকে বুমার‍্যাং আর্ট&গ্র্যাফ্ট রিডিজাইনের উদ্বোধন করে, যা ২০১৫ সালের মধ্যে এশিয়া এবং ওশেনিয়ার এলাকা, যুক্তরাষ্ট্র, এবং পরে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এবং আফ্রিকায় চলে আসে।[৪]

২০২১ সালের ২২ এপ্রিলে ভ্রাতৃপ্রতিম কার্টুন নেটওয়ার্কের সাথে চ্যানেলটি ফেচ টিভিতে বন্ধ করে দেওয়া হয়।[৫]

লোগোসমূহ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মিলিগান, মার্সিডিজ (৩০ জানুয়ারি ২০১৭)। "Cartoon Network & Boomerang Launch on Fetch TV"অ্যানিমেশন ম্যাগাজিন 
  2. নক্স, ডেভিড (২৩ নভেম্বর ২০১২)। "Boomerang channel to refresh TV Tonight"। টিভি টুনাইট। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২ 
  3. লিটলটন, সিনথিয়া (১৪ অক্টোবর ২০১৪)। "Turner Sets Global Relaunch of Boomerang to Focus on Family Viewing"ভ্যারাইটি 
  4. Kanazir, Marija (১৬ ফেব্রুয়ারি ২০১৫)। "Cartoon Network's Boomerang Gets a New Colorful Design"ব্র্যান্ডিং ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২ 
  5. নক্স, ডেভিড (১৯ মার্চ ২০২১)। "Fetch TV losing CNN, Cartoon Network, Boomerang"। টিভি টুনাইট। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]