বুকছাং বন্দী শিবির
বুকছাং বন্দী শিবির | |
হাঙ্গুল | 북창 제18호 관리소 |
---|---|
হাঞ্জা | 北倉第十八號管理所 |
সংশোধিত রোমানীকরণ | Bukchang Je 18 ho Gwalliso |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Pukch'ang Che 18 ho Kwalliso |
{{{othername1}}} | |
হাঙ্গুল | 북창 정치범 수용소 |
হাঞ্জা | 北倉政治犯收容所 |
সংশোধিত রোমানীকরণ | Bukchang Jeongchibeom Suyongso |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Pukch'ang Chŏngch'ibŏm Suyongso |
বুকছাং বন্দী শিবির (Hangeul: 북창 제18호 관리소북창 제18호 관리소, কখনো ক্ষনো পুকছাং ও বলা হয়) উত্তর কোরিয়ার রাজনৈতিক বন্দীদের জন্য নির্মিত একটি বন্দী শিবির। কোথাও কোথাও এই শিবিরকে তুকছাং বন্দী শিবির (Hangeul: 득장 제18호 관리소득장 제18호 관리소, উচ্চারণ দুকছাং বা দুকজাং ও করা হয়) বলেও উল্লেখ করা হয়। প্রাতিষ্ঠানিকভাবে অবশ্য এর নামকরণ গোয়ান-লি-সো (পেনাল- লেবর কলোনী) নাম্বার ১৮।
অবস্থান
[সম্পাদনা]উত্তর কোরিয়ার পিয়ঙ্গান-নামদো অঞ্চলের তুকছাং জেলার পুকছাং কাউন্টিতে এই বন্দী শিবির স্থাপিত। ত্যাডং নদীর অববাহিকায় এই বন্দী শিবির উত্তর দিকে আর দক্ষিণে সুউচ্চ পর্বতমালা দাঁড়িয়ে। ত্যাডং নদীর অপর পারে কেছন অন্তরন শিবির (গোয়ান-লি-সো নাম্বার ১৪) অবস্থিত।[১]
বর্ণনা
[সম্পাদনা]কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রাক্তন নেতা হোয়াং জাং-ইয়োপের মতে পুকছাং বন্দীশিবির উত্তর কোরিয়ার সবচেয়ে প্রাচীন বন্দীশিবির। ১৯৫৮ সালে বন্দীশিবির প্রতিষ্ঠিত হয়।[২] ইয়োদোক বন্দীশিবিরের মতো পুকছাং বন্দীশিবিরে একটি অংশ রাজনৈতিক বন্দীরা সারাজীবনের জন্য কারাভোগ করছে। অপর একটি অংশ পুণঃশিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। ধারণা করা হয়, পূর্বে এই দুই অংশ সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হত বিধায় এই বন্দীশিবিরটি পুকছাং ও তুকছাং এই দুই নামে পরিচিত।[৩] অন্যান্য রাজনৈতিক বন্দী শিবিরগুলো উত্তর কোরিয়ার রাষ্ট্র নিরাপত্তা পরিষদ কর্তৃক পরিচালিত হলেও, পুকছাং বন্দীশিবির অভ্যন্তরীণ মন্ত্রণালয় পরিচালনা করে।[৪] বন্দীশিবিরটির আয়তন ৭৩ কিমি২ (২৮ মা২) [৫] এবং সম্পূর্ণ শিবির ৪-মিটার (১৩-ফুট) উঁচু নিরাপত্তাবেষ্টনী দ্বারা পরিবেষ্টিত।[৬] শাস্তিপ্রাপ্ত আসামীদের জন্য নির্মিত কলোনী ছাড়াও, নিরাপত্তা রক্ষীদের জন্য রয়েছে ব্যারাক। কখনো কখনো নিরাপত্তা রক্ষীদের পরিবারের সদস্যরাও এই ব্যারাকে দিনযাপন করে। পুকছাং রাজনৈতিক বন্দীশিবিরে প্রায় পঞ্চাশ হাজার জেলবন্দী রয়েছে।[৭] কিম ইয়ং এই বন্দী শিবিরে বিদেশী বন্দী রয়েছে বলে রিপোর্ট করলেও অন্য কোনোসূত্র থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।[৮]
উদ্দেশ্য
[সম্পাদনা]যেসকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে ঠিক বিশ্বাস করা যায় না (যেকোনো সময় বিদ্রোহ ঘটাতে পারে বা যাদের রাষ্ট্রের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন আছে), তাদেরকে সমাজ থেকে আলাদা করার জন্যই এই বন্দী শিবির নির্মাণ করা হয়। জেলবন্দীদের দ্বারা অমানবিক পরিশ্রম করানোর জন্য এই শিবির নির্মিত। বন্দীশিবির সংলগ্ন এলাকায় অন্তত পাঁচটি কয়লা খনি রয়েছে।[৯] পুকছাং বন্দী শিবিরের জেলবন্দীরা এই খনিগুলোতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা কাজ করে। এছাড়াও বন্দী শিবিরেই রয়েছে সিমেন্ট কারখানা সহ আরো কিছু কারখানা যেখানে এই জেলবন্দীরা শ্রম দিতে বাধ্য।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Committee for Human Rights in North Korea: Satellite Imagery of the North Korean Gulag: Kwan-li-so No. 18 Bukchang Overview, p. 209" (পিডিএফ)। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।
- ↑ Federation of American Scientists: Hwang Jang-yop speaks
- ↑ ”Curious about Dukjang Gulag Where Jeong Ha Cheol Has Been Imprisoned?”, The Daily NK, December 14, 2005
- ↑ "The 9th International Conference on North Korea Human Rights and Refugees, Melbourne, March 20, 2009 (page 28)"। অক্টোবর ২৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮।
- ↑ ”North Koreas Hard Labor Camps“ with interactive map, Washington Post, July 20, 2009
- ↑ "Life & Human Rights in North Korea, Vol. 60; Witness Account: Twenty-eight Years of My life in Political Prisoner Camp (Gwalliso) No.18 (p. 24)"। Citizens’ Alliance for North Korean Human Rights। সংগ্রহের তারিখ মার্চ ২৮, ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Committee for Human Rights in North Korea: The Hidden Gulag (Section: Testimony Kwan-li-so No. 18 Bukchang, p. 69 - 70)" (পিডিএফ)। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।
- ↑ “N Korean officer saw ‘Westerners’ at prison camp”, ABC News, October 23, 2003
- ↑ "Committee for Human Rights in North Korea: Satellite Imagery North Korean Gulag: Kwan-li-so No. 18 Bukchang 4th and 5th Division, p. 219" (পিডিএফ)। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।
- ↑ "Committee for Human Rights in North Korea: Satellite Imagery North Korean Gulag: Kwan-li-so No. 18 Bukchang 4th and 5th Division, p. 220" (পিডিএফ)। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।