বিষয়শ্রেণী আলোচনা:ব্যাকরণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেমপ্লেট:সমার্থক শব্দ

যে শব্দ একই অর্থ প্রকাশ করে , তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে । রচনার মাধুর্য সৃষ্টির জন্য একটি অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন।কবিতায় এর প্রয়োগ বেশি । কিছু সামার্থক: -

  • অন্ধকার - আঁধার, তমসা , তিমির ।
  • আকাশ - অম্বর, গগন , নভঃ , ব্যোম ।
  • আগুন- অগ্নি, অনল, পাবক, হুতাশন।
  • ঈশ্বর - আল্লাহ, খোদা,জগদীশ্বর, সৃষ্টিকর্তা , স্রষ্টা।
  • কান - কর্ণ, শ্রবণ।
  • চুল - অলক, কুন্তল, কেশ , চিকুর ।
  • চোখ - অক্ষি, চক্ষু ,নয়ন, নেত্র, লোচন।
  • জল - অম্বু, জীবন,নীর ,পানি,সলিল ।
  • তীর - কূল,তট, সৈকত ।
  • দিন -দিবস, দিবা ।
  • দেবতা - অমর ,দেব, সুর ।
  • দেহ- গাত্র,গা,তনু, শরীর ।
  • ধন - অর্থ, বিত্ত, বিভব, সম্পদ ।
  • পৃথিবী - অবনী , ধরা , ধরণী, ধরিত্রী , বসুন্ধরা, ভূ, মেদিনী।
  • কোকিল - পরভৃত, পিক।
  • পর্বত- অচল,অদ্রি ,গিরি, পাহাড়, ভূধর, শৈল।
  • পিতা- আব্বা, জনক, বাবা।
  • সূর্য - আদিত্য , তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তন্ড, রবি, সবিতা ।
  • চাঁদ -চন্দ্র, নিশাকর ,বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।
  • রাজা - নৃপতি, নরপতি, ভূপতি।

(রেহান (আলাপ) ০৩:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি))[উত্তর দিন]

ব্যাকরণ[সম্পাদনা]

ব্যাকরণের ওপর নাম শব্দানুসাসন। কারণ শব্দ কে ইহা অনুশাসন করে।অনু শাসন অর্থাৎ শব্দ কে সঠিক ভাবে ব্যাখ্যা করা। সংস্কৃত ভাষায় বলা হয় ব্যক্রিয়তে অনেন ইতি ব্যকরণম। যেকোন ভাষা জানার জন্য সেই ভাষার ব্যাকরণ জানা অত্যন্ত দরকার।বেদেরও ছটি বেদাঙ্গের মধ্যে ব্যাকরণ ই হলো মুখ স্বরূপ। শেলী ৮৪ (আলাপ) ০৯:৫৯, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]