বিশ্ব শিশু পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশ্ব শিশু পুরস্কার হলো শিশু অধিকারের জন্য সুইডেনের মেরিফ্রেডে অবস্থিত ওয়ার্ল্ডস চিলড্রেনস প্রাইজ ফাউন্ডেশন (ডব্লিউসিপিএফ) দ্বারা প্রদানকৃত একটি পুরস্কার, যা ২০০০ সালে সর্বপ্রথম প্রদান করা হয়েছে।[১] ডব্লিউসিপিএফ হল একটি অলাভজনক সংস্থা, সমস্ত রাজনৈতিক ও ধর্মীয় অনুষঙ্গ থেকে স্বাধীন, এবং সুয়েডীয় পোস্টকোড লটারি এবং সুয়েডীয় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির সংস্থার সমর্থনে পরিচালিত হয়।

তথ‍্যসূত্র[সম্পাদনা]

  1. "Child Rights Heroes A–Z - World's Children's Prize"worldschildrensprize.org। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫  C1 control character in |শিরোনাম= at position 22 (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]