আশরাফ মুসা (দামেস্কের আমির)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা খাত্তাব হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৩৭, ১৫ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল ("Al-Ashraf Musa, Emir of Damascus" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

‌আশরাফ মুসা
দামেস্কের আমির
রাজত্ব১২২৯–১২৩৭
পূর্বসূরিনাসির দাউদ
উত্তরসূরিসালিহ ইসমাইল
জন্ম১১৭৮
মৃত্যু২৭ আগস্ট ১২৩৭(1237-08-27) (বয়স ৫৮–৫৯)
দামেস্ক
পিতাপ্রথম আদিল
ধর্মসুন্নি ইসলাম

আশরাফ বা আশরাফ মুসা (মৃত্যু: ২৭ আগস্ট ১২৩৭), পুরোনাম আশরাফ মুসা আবুল ফাতহ মুযাফফরুদ্দীন ইবনে আদিল আরবি: الأشرف موسى ابو الفتح مظفر الدين ابن العادل, ছিলেন আইয়ুবীয় রাজবংশের একজন শাসক।

সুলতান প্রথম আদিলের পুত্র। ১২০১ খ্রিস্টাব্দে তার পিতা তাকে হারানে জাযিরাহর গভর্নর নিযুক্ত করেন। ১২২৭ খ্রিস্টাব্দে ভাই মুয়াযযাম ঈসার মৃত্যুর পর আশরাফ মুয়াযযামের পুত্র ও তার ভ্রাতুষ্পুত্র নাসির দাউদ থেকে মিশরের কামিলের বিরোধিতা করার জন্য একটি অনুরোধ পান। তাকে সাহায্য করার পরিবর্তে আশরাফ কামিলের সাথে ভাতিজার এলাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার চুক্তি করেন। আশরাফ ১২২৯ খ্রিস্টাব্দের জুন মাসে দামেস্ক দখল করে শহর নিয়ন্ত্রণে নেন। ১২৩৭ খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগপর্যন্ত তিনি দামেস্কের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১২৩০ খ্রিস্টাব্দে বালবেকও দখল করেছিলেন। এর পরিবর্তে তিনি মেসোপটেমিয়ার অঞ্চলগুলো কামিলকে সমর্পণ করেন এবং তার আধিপত্য স্বীকার করেন। আর নাসিরকে পূর্ব জর্ডানের কেরাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কয়েক বছর পরে অবশ্য আশরাফ ভাইয়ের ক্ষমতায় অসন্তুষ্ট হতে শুরু করেন। তিনি ১২৩৭ খ্রিস্টাব্দে রুমের সেলজুক সুলতান প্রথম কায়কোবাদ ও আরো কিছু আইয়ুবীয় শাসকদের নিয়ে কামিলের বিরুদ্ধে জোটবদ্ধ হন। কিন্তু সেবছর গ্রীষ্মের শুরুর দিকেই কায়কোবাদ মারা যান। এরপর আশরাফও ২৭ আগস্ট মারা যান। তাই জোটটি ভেঙ্গে যায়। দামেস্কে আশরাফের উত্তরাধিকার হন তার ছোট ভাই সালিহ ইসমাইল[১]

আরো দেখুন

তথ্যসূত্র

 

  1. Franklin D. Lewis (১৮ অক্টোবর ২০১৪)। Rumi - Past and Present, East and West: The Life, Teachings, and Poetry of Jal l al-Din Rumi। Oneworld Publications। পৃষ্ঠা 69। আইএসবিএন 978-1-78074-737-8 
শাসনতান্ত্রিক খেতাব
পূর্বসূরী
Al-Adil I
Emir of Harran
1218–1229
উত্তরসূরী
As-Salih Ayyub
পূর্বসূরী
An-Nasir Dawud
Emir of Damascus
1229–1237
উত্তরসূরী
As-Salih Ismail