আন্দ্রেনিক তেয়মৌরিয়ান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন: ৮ নং লাইন:
=== বোল্টন ===
=== বোল্টন ===
২০০৬ সালের আগস্টের শেষে ২ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব বোল্টনে যোগ দেয়। ২০০৭ সালের ৬ জানুয়ারি ডঙ্কাস্টার লোভার ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করে, ঐ ম্যাচে আন্দ্রেনিক ২ টি গোল করে। ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ফুলহামের বিপক্ষে ম্যাচের মাধ্যমে প্রিমিয়ার লিগে অভিষেক হয়। তার ১ম ২টি লিগ গোল দেন উইগানের বিপক্ষে ৭ এপ্রিল ২০০৭ সালে।
২০০৬ সালের আগস্টের শেষে ২ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব বোল্টনে যোগ দেয়। ২০০৭ সালের ৬ জানুয়ারি ডঙ্কাস্টার লোভার ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করে, ঐ ম্যাচে আন্দ্রেনিক ২ টি গোল করে। ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ফুলহামের বিপক্ষে ম্যাচের মাধ্যমে প্রিমিয়ার লিগে অভিষেক হয়। তার ১ম ২টি লিগ গোল দেন উইগানের বিপক্ষে ৭ এপ্রিল ২০০৭ সালে।

=== ফুলহাম ===
২০০৮ সালের ১২ জুন আন্দ্রেনিক ২ বছরের চুক্তিতে এবং ফ্রি ট্রান্সফারে ফুলহামে যোগ দেয়। ফুলহামের হয়ে তার অভিষেক হয় আর্সেনালের বিপক্ষে। ঐ ম্যাচে ফুলহাম ১-০ গোলে জয়লাভ করে। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বার্নসলিতে ১ বছরের জন্য লোনে যোগ দেয়। ১ জুলাই ২০১০ সালে আন্দ্রেনিকের সাথে ফুলহামের চুক্তি শেষ হয়।

=== ট্র্যাক্টর সাযি ===
২০১০ সালের ১৯ সেপ্টেম্বর ইরানে ফিরে আসে এবং ট্র্যাক্টর সাযি'তে যোগ দেয়। এই ট্রান্সফারের মাধ্যমে নিজের ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ করেন।

=== এস্টেঘলাল ===
২০১১ সালের জুলাইয়ে আন্দ্রেনিক তেহরানের দল এস্টেঘলালে যোগ দেন। ৯ নভেম্বর সেপাহানের বিপক্ষে অভিষেক হয়। ২০১১ সালের ৯ নভেম্বরে এশিয়ার সেরা ১০ ফুটবলারদের মধ্যে একজন নির্বাচিত হন। ১ম মৌসুমেই হাযফি কাপ জয় করেন।

=== আল খারাইতিয়াত ===
আন্দ্রেনিক ১ বছরের চুক্তিতে কাতারের ক্লাব আল খারাইতিয়াতে যোগ দেন। তাকে আল খারাইতিয়াত ১.৮ মিলিয়ন ডলার খরচ করেন। ২০১৩ সালের ১ জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ক্লাব ছাড়েন।

০৯:৩৮, ২১ নভেম্বর ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

আন্দ্রেনিক তেয়মৌরিয়ান ( পার্সি: آندرانيک تیموریان , আর্মেনিয় : Անդրանիկ Թէյմուրեան , জন্ম ৬ মার্চ ১৯৮৩) একজন ইরানী ফুটবলার, যিনি বর্তমানে পার্সিয়ান প্রো লিগে 'মেশিন গাজি 'এবং ইরান জাতীয় ফুটবল দলের হয়ে খেলে। তিনি সাধারনত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে, কিন্তু প্রায় ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। তিনি ইরান জাতীয় দলের ১ম খ্রিস্টান ধর্মালম্বী অধিনায়ক।

ক্লাব ক্যারিয়ার

আন্দ্রেনিক ইরানের আঘাব এফসি ক্লাবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৫-০৬ মৌসুমে এফসি আবোমস্লে ক্লাবে পেশাদার ফুটবল শুরু করে।

বোল্টন

২০০৬ সালের আগস্টের শেষে ২ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব বোল্টনে যোগ দেয়। ২০০৭ সালের ৬ জানুয়ারি ডঙ্কাস্টার লোভার ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করে, ঐ ম্যাচে আন্দ্রেনিক ২ টি গোল করে। ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ফুলহামের বিপক্ষে ম্যাচের মাধ্যমে প্রিমিয়ার লিগে অভিষেক হয়। তার ১ম ২টি লিগ গোল দেন উইগানের বিপক্ষে ৭ এপ্রিল ২০০৭ সালে।

ফুলহাম

২০০৮ সালের ১২ জুন আন্দ্রেনিক ২ বছরের চুক্তিতে এবং ফ্রি ট্রান্সফারে ফুলহামে যোগ দেয়। ফুলহামের হয়ে তার অভিষেক হয় আর্সেনালের বিপক্ষে। ঐ ম্যাচে ফুলহাম ১-০ গোলে জয়লাভ করে। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বার্নসলিতে ১ বছরের জন্য লোনে যোগ দেয়। ১ জুলাই ২০১০ সালে আন্দ্রেনিকের সাথে ফুলহামের চুক্তি শেষ হয়।

ট্র্যাক্টর সাযি

২০১০ সালের ১৯ সেপ্টেম্বর ইরানে ফিরে আসে এবং ট্র্যাক্টর সাযি'তে যোগ দেয়। এই ট্রান্সফারের মাধ্যমে নিজের ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ করেন।

এস্টেঘলাল

২০১১ সালের জুলাইয়ে আন্দ্রেনিক তেহরানের দল এস্টেঘলালে যোগ দেন। ৯ নভেম্বর সেপাহানের বিপক্ষে অভিষেক হয়। ২০১১ সালের ৯ নভেম্বরে এশিয়ার সেরা ১০ ফুটবলারদের মধ্যে একজন নির্বাচিত হন। ১ম মৌসুমেই হাযফি কাপ জয় করেন।

আল খারাইতিয়াত

আন্দ্রেনিক ১ বছরের চুক্তিতে কাতারের ক্লাব আল খারাইতিয়াতে যোগ দেন। তাকে আল খারাইতিয়াত ১.৮ মিলিয়ন ডলার খরচ করেন। ২০১৩ সালের ১ জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ক্লাব ছাড়েন।