এজিয়ান সাগর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
৩ নং লাইন: ৩ নং লাইন:


এজিয়ান সাগর একসময় ''আর্কিপেলাগো'' ([[গ্রীক ভাষা|গ্রীক শব্দ]], ''Αρχιπέλαγος'', যার অর্থ ''প্রধান সাগর'') নামে পরিচিত ছিল। কিন্তু ইংরেজিতে এর অর্থ বিবর্তিত হয়ে এজিয়ান আইল্যান্ড বা আইল্যান্ড গ্রুপ (দ্বীপমালা)-এ পরিণত হয়।
এজিয়ান সাগর একসময় ''আর্কিপেলাগো'' ([[গ্রীক ভাষা|গ্রীক শব্দ]], ''Αρχιπέλαγος'', যার অর্থ ''প্রধান সাগর'') নামে পরিচিত ছিল। কিন্তু ইংরেজিতে এর অর্থ বিবর্তিত হয়ে এজিয়ান আইল্যান্ড বা আইল্যান্ড গ্রুপ (দ্বীপমালা)-এ পরিণত হয়।

==ভূগোল==
এজিয়ান সাগরের আয়তন প্রায় ২১৪০০০ বর্গ কিলোমিটার। দ্রাঘিমাংশ বরাবর এই সাগরের দৈর্ঘ্য প্রায় ৬১০ কিলোমিটার বা ৩৮০ মাইল এবং অক্ষাংশ বরারবর দৈর্ঘ্য ৩০০ কিলোমিটার বা ১৯০ মাইল। এজিয়ান সাগরের সর্বোচ্চ গভীরতা ৩৫৪৩ মিটার। এই সাগরেই এজিয়ান দ্বীপপুঞ্জের অবস্থান। সাগরের দক্ষিণ দিকে কিথেরা, অ্যান্তিকিথেরা, ক্রিট, কাওস, কার্পাথোস ও রোডস দ্বীপগুলি সাগরটির সীমানা নির্দেশ করে।


==তথ্যসূত্র==
==তথ্যসূত্র==

২২:২১, ১০ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

এজিয়ান সাগরের মানচিত্র

এজিয়ান সাগর (/[অসমর্থিত ইনপুট: 'ɨ']ˈən/; গ্রিক: Αιγαίο Πέλαγος; তুর্কি: Ege Denizi[১]) বলকান অঞ্চল এবং আনাতোলিয়ান পেনিনসুলার মধ্যমর্তী একটি সাগর। এটি ভূমধ্যসাগর থেকে উদ্ভূত হয়েছে। গ্রীস এবং তুরস্কের মাঝে এই সাগরের অবস্থান। এটি দার্দেনেলাস ও বসফরাস প্রণালী দ্বারা মারমারা উপসাগর ও কৃষ্ণ সাগরের সাথে যুক্ত হয়েছে। এই সাগরে এজিয়ান দ্বীপগুলোর অবস্থান।

এজিয়ান সাগর একসময় আর্কিপেলাগো (গ্রীক শব্দ, Αρχιπέλαγος, যার অর্থ প্রধান সাগর) নামে পরিচিত ছিল। কিন্তু ইংরেজিতে এর অর্থ বিবর্তিত হয়ে এজিয়ান আইল্যান্ড বা আইল্যান্ড গ্রুপ (দ্বীপমালা)-এ পরিণত হয়।

ভূগোল

এজিয়ান সাগরের আয়তন প্রায় ২১৪০০০ বর্গ কিলোমিটার। দ্রাঘিমাংশ বরাবর এই সাগরের দৈর্ঘ্য প্রায় ৬১০ কিলোমিটার বা ৩৮০ মাইল এবং অক্ষাংশ বরারবর দৈর্ঘ্য ৩০০ কিলোমিটার বা ১৯০ মাইল। এজিয়ান সাগরের সর্বোচ্চ গভীরতা ৩৫৪৩ মিটার। এই সাগরেই এজিয়ান দ্বীপপুঞ্জের অবস্থান। সাগরের দক্ষিণ দিকে কিথেরা, অ্যান্তিকিথেরা, ক্রিট, কাওস, কার্পাথোস ও রোডস দ্বীপগুলি সাগরটির সীমানা নির্দেশ করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • "Cultural Portal of the Aegean Archipelago"। Foundation of the Hellenic World। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১২