রিচার্ড পাইবাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ক্রিকেট জীবন
Suvray (আলোচনা | অবদান)
কোচিং জীবন
৩ নং লাইন: ৩ নং লাইন:
== ক্রিকেট জীবন ==
== ক্রিকেট জীবন ==
রিচার্ড পাইবাস ডানহাতি ব্যাটসম্যান এবং ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে ক্রিকেট খেলতে শুরু করেন। কিন্তু [[আঘাত|আঘাতপ্রাপ্তির]] কারণে [[ক্রিকেট]] জীবন বাঁধাগ্রস্ত হয়। একসময় তিনি [[মাইনর কাউন্টি]] সাফোকে ১৯৮৬ সালে খেলেন। ১৯৯০ সালে [[ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ওরচেস্টারশায়ারের]] ২য় একাদশে স্থান পেয়েছিলেন। মধ্য-বিশে [[কোচিং]] [[পেশা|পেশার]] দিকে মনোনিবেশ ঘটান নিজেকে।
রিচার্ড পাইবাস ডানহাতি ব্যাটসম্যান এবং ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে ক্রিকেট খেলতে শুরু করেন। কিন্তু [[আঘাত|আঘাতপ্রাপ্তির]] কারণে [[ক্রিকেট]] জীবন বাঁধাগ্রস্ত হয়। একসময় তিনি [[মাইনর কাউন্টি]] সাফোকে ১৯৮৬ সালে খেলেন। ১৯৯০ সালে [[ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ওরচেস্টারশায়ারের]] ২য় একাদশে স্থান পেয়েছিলেন। মধ্য-বিশে [[কোচিং]] [[পেশা|পেশার]] দিকে মনোনিবেশ ঘটান নিজেকে।

== কোচিং জীবন ==
দক্ষিণ আফ্রিকার বর্ডার ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন। এরপূর্বে তিনি দুইবার ১৯৯১-২০০১ এবং ২০০৩ সালে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পালন করেন। বর্ডারের দ্বিতীয় মেয়াদকালীন সময়ে ২০০৫ এবং ২০০৬-০৭ সালে টাইটান ক্রিকেট দলেরও দায়িত্ব নেন।


== তথ্যসূত্র ==
== তথ্যসূত্র ==

১৬:৪১, ১০ জুন ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

রিচার্ড আলেক্সান্ডার পাইবাস (ইংরেজি: Richard Alexander Pybus) (জন্ম: ৫ জুলাই, ১৯৬৪) ইংরেজ বংশোদ্ভূত ক্রিকেটারক্রিকেট কোচ। তিনি ইংল্যান্ডের নর্দাম্বাল্যান্ড এলাকার নিউক্যাসল আপোন টাইনে জন্মগ্রহণ করেন। কিন্তু অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেন। সিডনীর নর্ম্যানহার্স্ট বয়েজ' হাই স্কুলে অধ্যয়ন করেন তিনি।[১]

ক্রিকেট জীবন

রিচার্ড পাইবাস ডানহাতি ব্যাটসম্যান এবং ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে ক্রিকেট খেলতে শুরু করেন। কিন্তু আঘাতপ্রাপ্তির কারণে ক্রিকেট জীবন বাঁধাগ্রস্ত হয়। একসময় তিনি মাইনর কাউন্টি সাফোকে ১৯৮৬ সালে খেলেন। ১৯৯০ সালে ওরচেস্টারশায়ারের ২য় একাদশে স্থান পেয়েছিলেন। মধ্য-বিশে কোচিং পেশার দিকে মনোনিবেশ ঘটান নিজেকে।

কোচিং জীবন

দক্ষিণ আফ্রিকার বর্ডার ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন। এরপূর্বে তিনি দুইবার ১৯৯১-২০০১ এবং ২০০৩ সালে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পালন করেন। বর্ডারের দ্বিতীয় মেয়াদকালীন সময়ে ২০০৫ এবং ২০০৬-০৭ সালে টাইটান ক্রিকেট দলেরও দায়িত্ব নেন।

তথ্যসূত্র

  1. Wilkins, Phil (১৯৯৯-১১-১২)। "Players go back to fielding school, hoping to catch on; PAKISTAN TOUR"। The Sydney Morning Herald 

বহিঃসংযোগ