চলচ্চিত্রের প্রকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
অ পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী:চলচ্চিত্রের ধারা সরিয়ে মূল বিষয়শ্রেণী:চলচ্চিত্রের ধরন স্থাপন |
ছবির পরামর্শ: ১টি ছবি যুক্ত করা হয়েছে। ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শকৃত: ছবি যুক্তকরণ |
||
১ নং লাইন: | ১ নং লাইন: | ||
[[চিত্র:Clint Eastwood - 1960s.JPG|থাম্ব|পাশ্চাত্য চলচ্চিত্রগুলো " আমেরিকার পশ্চিমে সেট করা যা নতুন সীমান্তের চেতনা, সংগ্রাম এবং মৃত্যুকে মূর্ত করে ।" ছবি: ক্লিন্ট ইস্টউড, স্প্যাগেটি ওয়েস্টার্ন চলচ্চিত্র 'এ ফিস্টফুল অফ ডলারস' (১৯৬৪) , ।]] |
|||
[[চলচ্চিত্র তত্ত্ব|চলচ্চিত্র তত্ত্বে]] '''প্রকার''' বা '''ধরন''' হল চলচ্চিত্রের শ্রেণীকরণের প্রথম এবং প্রধান উপায়। যে বিষয়বস্তুর প্রেক্ষিতে চলচ্চিত্রের বর্ণনাক্রম নির্ধারিত হয় সেই প্রেক্ষিত দ্বারাই প্রকারকে সংজ্ঞায়িত করা হয়। বিষয়বস্তু, পরিপ্রেক্ষিত, পটভূমি আর অবস্থানের উপর ভিত্তি করে যেকোন সাহিত্য মাধ্যমেরই প্রকার নির্দিষ্ট করা যায়। চলচ্চিত্রেরও এরকম কিছু প্রকার রয়েছে যাদেরকে ইংরেজিতে ''জন্রা'' (genre; মূল উৎস ফরাসি genre ''জঁঁর'') বলে। এই প্রকারগুলি মূলত সাধারণীকরণের মাধ্যমে করা হয়। প্রকার দিয়ে একটি চলচ্চিত্রকে সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব নয়। একটি চলচ্চিত্র আবার একাধিক প্রকারের মধ্যে পড়তে পারে। চলচ্চিত্রের জনপ্রিয় কিছু প্রকারের মধ্যে রয়েছে রোমহর্ষক (হরর), রোমাঞ্চ, অ্যাকশন, থ্রিলার, ঐতিহাসিক, মহাকাব্যিক, রূপকথা, অপরাধ, হাস্যরসাত্নক, প্রণয়ধর্মী, ইত্যাদি। |
[[চলচ্চিত্র তত্ত্ব|চলচ্চিত্র তত্ত্বে]] '''প্রকার''' বা '''ধরন''' হল চলচ্চিত্রের শ্রেণীকরণের প্রথম এবং প্রধান উপায়। যে বিষয়বস্তুর প্রেক্ষিতে চলচ্চিত্রের বর্ণনাক্রম নির্ধারিত হয় সেই প্রেক্ষিত দ্বারাই প্রকারকে সংজ্ঞায়িত করা হয়। বিষয়বস্তু, পরিপ্রেক্ষিত, পটভূমি আর অবস্থানের উপর ভিত্তি করে যেকোন সাহিত্য মাধ্যমেরই প্রকার নির্দিষ্ট করা যায়। চলচ্চিত্রেরও এরকম কিছু প্রকার রয়েছে যাদেরকে ইংরেজিতে ''জন্রা'' (genre; মূল উৎস ফরাসি genre ''জঁঁর'') বলে। এই প্রকারগুলি মূলত সাধারণীকরণের মাধ্যমে করা হয়। প্রকার দিয়ে একটি চলচ্চিত্রকে সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব নয়। একটি চলচ্চিত্র আবার একাধিক প্রকারের মধ্যে পড়তে পারে। চলচ্চিত্রের জনপ্রিয় কিছু প্রকারের মধ্যে রয়েছে রোমহর্ষক (হরর), রোমাঞ্চ, অ্যাকশন, থ্রিলার, ঐতিহাসিক, মহাকাব্যিক, রূপকথা, অপরাধ, হাস্যরসাত্নক, প্রণয়ধর্মী, ইত্যাদি। |
||
১৯:৫৫, ৭ মার্চ ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ
চলচ্চিত্র তত্ত্বে প্রকার বা ধরন হল চলচ্চিত্রের শ্রেণীকরণের প্রথম এবং প্রধান উপায়। যে বিষয়বস্তুর প্রেক্ষিতে চলচ্চিত্রের বর্ণনাক্রম নির্ধারিত হয় সেই প্রেক্ষিত দ্বারাই প্রকারকে সংজ্ঞায়িত করা হয়। বিষয়বস্তু, পরিপ্রেক্ষিত, পটভূমি আর অবস্থানের উপর ভিত্তি করে যেকোন সাহিত্য মাধ্যমেরই প্রকার নির্দিষ্ট করা যায়। চলচ্চিত্রেরও এরকম কিছু প্রকার রয়েছে যাদেরকে ইংরেজিতে জন্রা (genre; মূল উৎস ফরাসি genre জঁঁর) বলে। এই প্রকারগুলি মূলত সাধারণীকরণের মাধ্যমে করা হয়। প্রকার দিয়ে একটি চলচ্চিত্রকে সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব নয়। একটি চলচ্চিত্র আবার একাধিক প্রকারের মধ্যে পড়তে পারে। চলচ্চিত্রের জনপ্রিয় কিছু প্রকারের মধ্যে রয়েছে রোমহর্ষক (হরর), রোমাঞ্চ, অ্যাকশন, থ্রিলার, ঐতিহাসিক, মহাকাব্যিক, রূপকথা, অপরাধ, হাস্যরসাত্নক, প্রণয়ধর্মী, ইত্যাদি।
চলচ্চিত্রের প্রকারভেদ
সাধারণত তিনভাবে চলচ্চিত্রের প্রকারগুলি নির্ণয় করা হয়: পরিবেশ (সেটিং), ভাব (মুড) এবং বিন্যাস (ফরম্যাট)। চলচ্চিত্রের অবস্থান বা লোকেশন দ্বারা সেটিংকে বোঝানো হয়। পুরো চলচ্চিত্র জুড়ে যে আবেগকে প্রাধান্য দেয়া হয়েছে তার মাধ্যমে ভাবকে সংজ্ঞায়িত করা হয়। চলচ্চিত্রটি নির্দিষ্ট ধরনের প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি হতে পারে বা নির্দিষ্ট কোনওভাবে উপস্থাপিত হতে পারে, একে বলে বিন্যাস (ফরম্যাট বা ম্যানার)।
এখানে সুপরিচিত এবং জনপ্রিয় কিছু প্রকার উল্লেখ করা হল। এগুলো আবার উপপ্রকারে বিভক্ত করা হয়। অথবা দুইটি প্রকার মিলে সংকর প্রকার (হাইব্রিড জনরা) তৈরি করতে পারে।
পরিবেশ অনুযায়ী প্রকারভেদ
- অপরাধধর্মী বা অপরাধমূলক চলচ্চিত্র
- রূপকথাধর্মী বা রূপকথামূলক চলচ্চিত্র
- নোয়ার চলচ্চিত্র
- ঐতিহাসিক চলচ্চিত্র
- সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- কারাগার বিষয়ক চলচ্চিত্র;
- বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র:
- ক্রীড়াধর্মী চলচ্চিত্র:
- যুদ্ধবিষয়ক চলচ্চিত্র:
- ওয়েস্টার্ন চলচ্চিত্র:
বহিঃসংযোগ
- Genres of film ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০০৮ তারিখে at the Internet Movie Database
- An Introduction to Genre Theory by Daniel Chandler