বিশাখা ল কলেজ
অবয়ব
বিশাখা ল কলেজ বা ভিএলসি হল ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের ভীমিলি মণ্ডলের খ্রিস্ট বিদ্যা নগরের, জাতীয় সড়ক ১৬ এর পাশে অবস্থিত একটি বেসরকারি আইন স্কুল। [১] আইন স্কুল ৩ বছরের এলএলবি (অনার্স), পাঁচ বছরের সমন্বিত বিএ, এলএলবি এবং দুই বছর এলএলবি কোর্স করা যায়। এটি বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই), নয়াদিল্লি অনুমোদিত এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই আইন শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [২] [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Visakha Law College Contact Number, Address & Map, Visakhapatnam"। CollegeBatch.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- ↑ ":: Visakha Law College ::"। www.visakhalawcollege.com। ২০১৯-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- ↑ "Visakha Law College, Vishakhapatnam - Reviews, Fees, Admissions and Address 2019"। iCBSE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।