বিল্বমঙ্গল (১৯৩৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিল্বমঙ্গল
পরিচালকতিনকড়ি চক্রবর্তী
প্রযোজকইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি
কাহিনিকারগিরিশচন্দ্র ঘোষ
শ্রেষ্ঠাংশে
  • রতীন বন্দোপাধ্যায়
  • ইন্দুবালা
  • রানীবালা
  • যোগেশ চৌধুরী
চিত্রগ্রাহকননীগোপাল সান্যাল
প্রযোজনা
কোম্পানি
ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি
পরিবেশকরীতেন এন্ড কোম্পানি
মুক্তি
  • ৯ ডিসেম্বর ১৯৩৩ (1933-12-09)
দেশব্রিটিশ ভারত
ভাষাবাংলা

বিল্বমঙ্গল ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র। ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি প্রযোজিত ছায়াচিত্রটি গিরিশচন্দ্র ঘোষের কাহিনি হতে তিনকড়ি চক্রবর্তীর পরিচালনায় নির্মাণ হয়।[১] এটি ছিল ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র।[২]

কুশীলব[সম্পাদনা]

চলচ্চিত্রটির উল্লেখযোগ্য চরিত্র রূপায়ন করেন রতীন বন্দোপাধ্যায়, ইন্দুবালা, রানীবালা, যোগেশ চৌধুরী, শৈলেন চৌধুরী, দূর্গাপ্রসন্ন বসু, কমলা ঝরিয়া, মায়া মুখোপাধ্যায়, পূর্ণিমা দেবী প্রমুখ। তিনকড়ি চক্রবর্তী পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৩৩ সালের এপ্রিলে মুক্তি পাওয়া সাবিত্রীর পর বিল্বমঙ্গল ছিল ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির দ্বিতীয় চলচ্চিত্র।[২] কলকাতার রিজেন্ট পার্কে কোম্পানীর স্টুডিওতে[৩] ৩৫ মিলিমিটার ফরম্যাটে ননীগোপাল সান্যালের ক্যামেরায় এটির চিত্রগ্রহণ হয়।[১] এটি একটি সাদা-কালো ছায়াছবি। বিল্বমঙ্গল ১৯৩৩ সালের ৯ ডিসেম্বর, রীতেন এন্ড কোম্পানির পরিবেশনায় কলকাতার রুপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিল্বমঙ্গল"বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৮ 
  2. "কালী ফিল্মস/টেকনিশিয়ান্স স্টুডিও"বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৮ 
  3. "ইস্ট ইন্ডিয়া স্টুডিও"বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৮