বিলাস ঘোগরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিলাস ঘোগরে (১ জুন ১৯৪৭ - ১৫ জুলাই ১৯৯৭) [১] ছিলেন বোম্বের একজন বিশিষ্ট দলিত কর্মী, কবি এবং শিল্পী, যিনি ১৯৯৭ সালের রমাবাই হত্যাকাণ্ডের প্রতিবাদে আত্মহত্যা করেছিলেন। যেখানে মহারাষ্ট্র রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনী ১০জন দলিতকে হত্যা করেছিল এবং ২৬জন দলিত আহত হয়েছিল। তিনি আনন্দ পটবর্ধনের তথ্যচিত্র বোম্বে আওয়ার সিটি (১৯৫) জয় ভীম কমরেড (২০১১)-তে বিশিষ্টভাবে অভিনয় করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Maitreya, Yogesh। "Dalit shahirs of Maharashtra: Vilas Ghogare sang of Ambedkar with his iktara"Firstpost। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০