বিষয়বস্তুতে চলুন

বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান
বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের লোগো
অন্যান্য নাম
এটিআই
নীতিবাক্যজ্ঞান শৃঙ্খলা দেশপ্রেম
ধরনমিলিটারি কলেজ
স্থাপিত২৬ ফেব্রুয়ারি ২০২০; ৪ বছর আগে (2020-02-26)
অধিভুক্তিবাংলাদেশ বিমান বাহিনী
কমান্ড্যান্টএয়ার কমোডর রহিম মাহমুদ, বিপিপি, ফাওসি, পিএসসি, জিডি(পি)
অবস্থান
জহুরুল হক বিমান বাহিনী ঘাটি, চট্টগ্রাম
,
ওয়েবসাইটati.baf.mil.bd

বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) হলো একটি প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সমস্ত পুরুষ ও মহিলাদের প্রাথমিক এবং অগ্রিম প্রশিক্ষণ প্রদান করে।[] এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউশনটি চট্টগ্রাম জেলা শহরে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অবস্থিত।[] একজন এয়ার অফিসার (যেমন একজন এয়ার কমোডর) এর কমান্ড্যান্ট হিসেবে কাজ করেন।[][]

ট্রেড ট্রেনিং বেসিক এবং ট্রেড ট্রেনিং অ্যাডভান্স সহ বিভিন্ন ট্রেডের রিক্রুট ট্রেনিং এবং PTAT প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের সফলভাবে সমাপ্ত করার পর। অগ্রিম প্রশিক্ষণ সমাপ্তির পর বিভিন্ন কারিগরি ট্রেডের প্রশিক্ষণার্থীরা সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা সার্টিফিকেট পায় যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রজ্ঞাপনে ডিপ্লোমা সমতুল্য হিসাবে স্বীকৃত হয় বিজ্ঞপ্তি নং- BTEB/Ka/৮৫/৬৪৩ তারিখ ১৬ সেপ্টেম্বর ১৯৮৫।[]

ডিপ্লোমার মেয়াদ হয়ে থাকে তিন বছর।

এটিআই, বিএএফ দ্বারা ইস্যুকৃত ডিপ্লোমাঃ

  1. এয়ারফ্রেম প্রযুক্তি
  2. অ্যারো ইঞ্জিন প্রযুক্তি
  3. বৈদ্যুতিক ও যন্ত্র প্রযুক্তি
  4. রেডিও ও টেলিযোগাযোগ প্রযুক্তি
  5. আরমামেন্ট প্রযুক্তি
  6. সাধারণ প্রকৌশল প্রযুক্তি
  7. গ্রাউন্ড সিগন্যালিং প্রযুক্তি

২০২১ থেকে (এন্ট্রি নং-৪৮) ATI এছাড়াও B১.১, B১.২, B১.৩ এবং B২ বিভাগে CAAB পার্ট-৬৬ বেসিক কোর্স শুরু করেছে।

B১.১ - এরোপ্লেন টারবাইন

B১.২ - এরোপ্লেন পিস্টন

B১.৩ - হেলিকপ্টার টারবাইন

B২ - এভিওনিক্স

এয়ারফ্রেম ফিটার, ইঞ্জিন ফিটার, ইলেকট্রিক ও ইন্সট্রুমেন্ট ফিটারের প্রশিক্ষণার্থী

B১.১, B১.২ এবং B১.৩ (অ্যারোস্পেস) ক্যাটাগরির সাথে আন্ডারগোন করা হয়েছে

এবং রেডিও ফিটারের প্রশিক্ষণার্থী

বি ২ (এভিওনিক্স) ক্যাটাগরি দিয়ে গেছে

প্রশিক্ষণার্থী যারা মডিউল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও স্বীকৃতির একটি প্রশংসা পত্র পান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "VISION AND MISSION, AIRMEN TRAINING INSTITUTE"বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪ 
  2. "HISTORY, AIRMEN TRAINING INSTITUTE"বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ৫ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪ 
  3. "Bangladesh Air Force"Banglapedia (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩ 
  4. "Air force to be modernised"The Daily Star। ২০১৭-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩ 
  5. "OUR VALUES, AIRMEN TRAINING INSTITUTE"বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪