বিনয় কৃষ্ণ বালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনয় কৃষ্ণ বালা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০২০ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্মগোপালগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীগীতা রানী সরকার
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পুরস্কার
  • জাতিসংঘ শান্তি পদক
  • বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)
  • রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)

বিনয় কৃষ্ণ বালা বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পি. এস. সি.) সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

বিনয় কৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তিতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৯৮৮ সালে ৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তিনি অতিরিক্ত ডিআইজি, সিআইডির সেন্ট্রাল ক্রাইম, বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং নতুন বিভাগ প্রতিষ্ঠার সময় রংপুর রেঞ্জের প্রথম ডিআইজি ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি নভেম্বর ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত ডিআইজি প্রশাসনের দায়িত্ব পালন করেন।

২০২০ সালের ৭ জানুয়ারি তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।[২]

জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্ব পালন[সম্পাদনা]

বিনয় কৃষ্ণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আড়াই বছর দায়িত্ব পালন করেন। ইউনাইটেড নেশনস প্রোটেকশন ফোর্স (UNPROFOR) প্রাক্তন জুগোস্লাভিয়াতে তিনি সিআইভিপিওএল সদর দপ্তরে অপারেশন শাখার মাধ্যমে শান্তি বজায় রাখতে অবদান রেখেছিলেন। দারফুরে জাতিসংঘের আফ্রিকান মিশনে (UNAMID) তিনি সিআইভিপিওএল সদর দপ্তরে মানবাধিকারের পুলিশ প্রধান এবং প্রথম বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্মাননা[সম্পাদনা]

পুলিশ কর্মজীবনে তিনি দুইবার জাতিসংঘ শান্তি পদক এবং জনগণের প্রতি অসামান্য সেবার জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশী অভিযানে সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হন। তিনি আইজিপির অনুকরণীয় গুড সার্ভিসেস ব্যাজও অর্জন করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পিএসসির সদস্য হলেন ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালা"। কাজী আনিস আহমে। banglatribune। ১ জানুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালা পিএসসি'র সদস্য"। জুয়েল মাজহার। বাংলানিউজ২৪। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "বিনয় কৃষ্ণ বালার জীবন বৃত্তান্ত" (পিডিএফ)bpsc.portal.gov.bd। সরকারি কর্ম কমিশন। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩