বিজয়নগর ইস্পাত কারখানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয়নগর ইস্পাত কারখানা
ধরনবেসরকারি
শিল্পলোহা এবং ইস্পাত
প্রতিষ্ঠাকাল১৯৯৪
সদরদপ্তরবেল্লারী জেলা, কর্ণাটক
পণ্যসমূহগরম রোলড, ঠাণ্ডা রোলড, দণ্ড, গ্যালভেনাইজড, ওয়্যার রড, বিশেষ ইস্পাত

বিজয়নগর ইস্পাত কারখানা হল ভারতের কর্ণাটকের বেল্লারী জেলায় অবস্থিত একটি বৃহৎ ইস্পাত কারখানা। এই কারখানাটি জেএসডব্লিউ স্টিলের অধীনস্থ। কারখানাটি বেল্লারী শহরের নিকটে গড়ে উঠেছে। এটি বেল্লারী ইস্পাত কারখানা নামেও পরিচিত।

এটিই গরম ধাতু উত্পাদনের জন্য কোরেক্স প্রযুক্তি ব্যবহার করা প্রথম ভারতীয় ইস্পাত কারখানা। বিজয়নগরে অবস্থিত জেএসডব্লিউ স্টিলের ইস্পাত কারখানাটি প্রথম বৃহৎ কারখানা হিসাবে একক স্থানে ১২ বার্ষিক মিলিয়ন টন ইস্পাত উৎপাদনের সক্ষমতা অর্জন করে।

উৎপাদন[সম্পাদনা]

ইস্পাত কারখানাটির বার্ষিক মোট ১২ মিলিয়ন টনের (এমটিপিএ) উৎপাদন সক্ষমতা রয়েছে। কারখানায় ২০১৮-২০১৯ সালে ১১.২২৫ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদিত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Annual Report 2018-2019" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]