বিজনেস মিরর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজনেস মিরর
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকফিলিপাইন বিজনেস ডেইলি মিরর পাবলিশিং, ইনক।
প্রকাশকটি অ্যান্টনি সি কাবাংগন
প্রধান সম্পাদকলর্ডস এম ফার্নান্দেজ
প্রতিষ্ঠাকাল৩ অক্টোবর ২০০৫; ১৮ বছর আগে (2005-10-03)
রাজনৈতিক মতাদর্শস্বাধীন
ভাষাইংরেজি
সহোদর সংবাদপত্রফিলিপিনো মিরর
আইএসএসএন১৯০৮-১১৮৯
ওয়েবসাইটwww.businessmirror.com.ph

বিজনেস মিরর, বিজনেস ওয়ার্ল্ড এর পরে ফিলিপাইনের দ্বিতীয় দৈনন্দিন ব্যবসায়িক সংবাদপত্র। এটি ২০০৫ সালে অ্যান্টোনিও কাবাংগন চুয়া প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এর প্রকাশক এবং রেডিও নেটওয়ার্ক আলিউ ব্রডকাস্টিং কর্পোরেশনেরও মালিক।

সেপ্টেম্বর ২০১১ সালে বিজনেস মিররের দৈনিক প্রচলন ছিল ৮২,৬০০ অনুলিপি।

এবিএস-সিবিএন এর সাথে চুক্তি[সম্পাদনা]

৩০ এপ্রিল, ২০১৪ সালে, বিজনেস মিরর এবং এবিএস-সিবিএন ইন্টিগ্রেটেড নিউজ এন্ড কারেন্ট এফেয়ার্স এর মধ্যে একটি কন্টেন্ট শেয়ারিং / অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় পক্ষই আরো বিশ্বাসযোগ্য ব্যবসা এবং অর্থনীতির খবর সরবরাহ করতে পারবে। বিজনেস মিরর এবং এবিএস-সিবিএন অফিসাররা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jekki Pascual (এপ্রিল ৩০, ২০১৪)। "ABS-CBN teams up with BusinessMirror"ABS-CBN News। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]