বিউটি অ্যান্ড দ্য বিস্ট (২০১৭-এর চলচ্চিত্র)
বিউটি অ্যান্ড দ্য বিস্ট | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | বিল কনডন |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
উৎস | জঁ-মারি লেপ্রিন্স দে বিউমন্ত কর্তৃক বিউটি অ্যান্ড দ্য বিস্ট |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | অ্যালান মেনকেন |
চিত্রগ্রাহক | টোবিয়াস এ. শ্লিজলার |
সম্পাদক | ভার্জিনিয়া কাৎজ |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২৯ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৬০ মিলিয়ন |
আয় | $১.২৬২ বিলিয়ন[২] |
বিউটি অ্যান্ড দ্য বিস্ট ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন অ্যানিমেশন সঙ্গীতধর্মী রোম্যান্টিক নাট্য চলচ্চিত্র। ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে নির্মিত চলচ্চিত্র পরিচালনা করেছেন বিল কনডন। জঁ-মারি লেপ্রিন্স দে বিউমন্ত রচিত ১৮শ শতাব্দীর একই নামের ফরাসি রূপকথার গল্প ও ১৯৯১ সালের একই নামের অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্টিভেন চ্বক্সি ও ইভান স্পিলিওটোপোলস। এতে প্রধান চরিত্রসমূহে অভিনয় করেছেন এমা ওয়াটসন, ড্যান স্টিভেনস, লুক ইভান্স, কেভিন ক্লিন, জশ গাড, এমা থম্পসন।[৩]
ছবিটির মূল চিত্রগ্রহণ শুরু হয় ইংল্যান্ডের সারের শেপার্টন স্টুডিওজে ১৮ মে, ২০১৫ এবং শেষ হয় ২১ আগস্ট, ২০১৫। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় লন্ডনের স্পেন্সার হাউজে ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ এবং যুক্তরাষ্ট্রে ১৭ মার্চ, ২০১৭ ডলবি সিনেমার পাশাপাশি ডিজনি ডিজিটাল থ্রিডি, আইম্যাক্স ও আইম্যাক্স থ্রিডি ফরম্যাটে মুক্তি দেওয়া হয়। ছবিটি সমালোচক ও দর্শকের ইতিবাচক সমালোচনা লাভ করে এবং বিশ্বব্যাপী $১.১ বিলিয়ন আয় করে।
কুশীলব[সম্পাদনা]
- এমা ওয়াটসন - বেল, ভিলেন্যুভ গ্রামের সুন্দরী যুবতী যে রোমাঞ্চ ভালোবাসে এবং যাকে দেখে দানবের মাঝে ভালোবাসা ও মনুষ্যত্ব জন্ম নেয়।
- ড্যান স্টিভেনস - দানব/রাজকুমার, যুবক রাজকুমার যে তার উদ্ধত্যের কারণে দানবে পরিণত হয়েছিল।
- লুক ইভান্স - গ্যাস্টন, দাম্ভিক শিকারি যে বেলের প্রতি আসক্ত এবং যে কোন উপায়ে তাকে পেতে চায়।
- কেভিন ক্লিন - মরিস, বেলের বাবা।
- জশ গাড - লে ফো, গ্যাস্টন দুর্ব্যবহার সত্ত্বেও তার প্রশংসাকারী।
- ইউয়ান ম্যাকগ্রেগর - লুমিয়েঁ, রাজকুমারের প্রধান ভৃত্য যে মোমবাতিতে পরিণত হয়েছিল।
- স্ট্যানলি টুচ্চি - মায়েস্ত্রো কাদেঞ্জা।
- ইয়ান ম্যাক্কেলেন - কগ্সওয়ার্থ, গৃহকাজের প্রধান যে ঘড়িতে পরিণত হয়েছিল।
- এমা থম্পসন - মিসেস পটস, প্রাসাদের রাধুনী যে চায়ের কেটলিতে পরিণত হয়েছিল।
- অড্রা ম্যাকডোনাল্ড - মাদাম দে গার্দেরোব
- গুগু-এমবাথা র - প্লামেথ, লুমিয়েঁর প্রিয়তমা যে ঝাড়ুতে পরিণত হয়েছিল।
- নাথান ম্যাক - চিপ, মিসেস পটসের ছেলে যে চায়ের কাপে পরিণত হয়েছিল।
সঙ্গীত[সম্পাদনা]
বিউটি অ্যান্ড দ্য বিস্ট চলচ্চিত্রের সঙ্গীত | |
---|---|
বিভিন্ন শিল্পী কর্তৃক চলচ্চিত্রের গানের অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১০ মার্চ ২০১৭ |
শব্দধারণের সময় | ২০১৫-২০১৬ |
শব্দধারণকেন্দ্র | ওয়াল্ট ডিজনি পিকচার্স |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
দৈর্ঘ্য | ৫৩:৩১ |
সঙ্গীত প্রকাশনী | ওয়াল্ট ডিজনি রেকর্ডস |
প্রযোজক | অ্যালান মেনকেন |
বিউটি অ্যান্ড দ্য বিস্ট চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অ্যালান মেনকেন। গানগুলো ১৯৯১ সালের একই নামের চলচ্চিত্র সংস্করণের জন্য সুর করা হয়েছিল। মূল গানের কথা লিখেছেন টিম রাইস।
গানের তালিকা[সম্পাদনা]
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ভূমিকাংশ" | হ্যাটি মোরাহান | ২:২১ |
২. | "বেল" | এমা ওয়াটসন, লুক ইভান্স ও অন্যান্য | ৫:৩৩ |
৩. | "হাউ ডাজ আ মোমেন্ট লাস্ট ফরেভার" | কেভিন ক্লিন | ১:০৩ |
৪. | "বেল (রিপ্রাইস)" | এমা ওয়াটসন | ১:১৫ |
৫. | "গ্যাস্টন" | লুক ইভান্স, জশ গাড ও অন্যান্য | ৪:২৫ |
৬. | "বি আওয়ার গেস্ট" | ইউয়ান ম্যাকগ্রেগর, এমা থম্পসন, ইয়ান ম্যাক্কেলেন | ৪:৪৮ |
৭. | "ডেজ ইন দ্য সান" | ২:৪০ | |
৮. | "সামথিং দেয়ার" | ২:৫৪ | |
৯. | "বিউটি অ্যান্ড দ্য বিস্ট" | এমা থম্পসন | ৩:১৯ |
১০. | "হাউ ডাজ আ মোমেন্ট লাস্ট ফরেভার" | সেলিন ডিয়ন | ৩:৩৭ |
১১. | "বিউটি অ্যান্ড দ্য বিস্ট" | আরিয়ানা গ্র্যান্ডে ও জন লিজেন্ড | ৩:৪৭ |
মুক্তি[সম্পাদনা]
২০১৫ সালের ১৬ মার্চ ডিজনি ঘোষণা দেয় বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিটি ২০১৭ সালের ১৭ মার্চ মুক্তি দেওয়া হবে।[৪] ২০১৫ সালের আগস্টে তিনদিন ব্যাপী ছবিটির প্রথম অফিসিয়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।[৫] ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় লন্ডনের স্পেন্সার হাউজে ২৩ ফেব্রুয়ারি, ২০১৭[৬] এবং যুক্তরাষ্ট্রে ১৭ মার্চ, ২০১৭ ডলবি সিনেমার পাশাপাশি ডিজনি ডিজিটাল থ্রিডি, আইম্যাক্স ও আইম্যাক্স থ্রিডি ফরম্যাটে মুক্তি দেওয়া হয়।
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
পুরস্কার | আয়োজনের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
এমটিভি মুভি ও টিভি পুরস্কার[৭] | ৭ মে, ২০১৭ | বছরের সেরা চলচ্চিত্র | বিউটি অ্যান্ড দ্য বিস্ট | বিজয়ী |
চলচ্চিত্রে সেরা অভিনয় | এমা ওয়াটসন | বিজয়ী | ||
সেরা চুম্বন | এমা ওয়াটসন ও ড্যান স্টিভেনস | মনোনীত | ||
সেরা পর্দা জুটি | জশ গাড ও লুক ইভান্স | মনোনীত |
কাহিনি[সম্পাদনা]
বিউটি অ্যান্ড দ্য বিস্ট ২০০৯ এ একদেশের রাজা সম্পত্তির লোভে তার ভাই কে মেরে ফেলে। এরপর এক ডাইনি তার সাথে সম্পর্কে লিপ্ত হয় এরপর বিস্ট ডাইনি কে মেরে ফেলে। রাজা ভীষণ ভয়ংকর জন্তু দিয়ে বিস্ট কে মারতে গেলে বিস্ট ঐ জন্তু কে পাথর বানানোর ক্রিম মাখানো তীর দিয়ে হত্যা করে ও রাজা তাকে আক্রমণ করতে গেলে সে সেই তীর রাজার বুকেও ফুটিয়ে দেয় ও পাথরে পরিণত হয়ে রাজা মারা যান। এরপর বেলে ও বিস্ট মিলিত হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Beauty and the Beast (2017)"। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "Beauty and the Beast (2017)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ Fletcher, Rosie (১৩ মার্চ ২০১৭)। "Beauty and the Beast 2017 cast, trailer, release date and everything you need to know"। ডিজিটাল স্পাই। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ Ford, Rebecca (১৬ মার্চ ২০১৫)। "Disney's Live-Action 'Beauty and the Beast' Gets Release Date"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ Couch, Aaron; Kit, Borys (১৫ আগস্ট ২০১৫)। "Disney Shows off 'Pirates 5,' 'Beauty and the Beast' at D23"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ Williams, Helena (২৪ ফেব্রুয়ারি ২০১৭)। ""Beauty and the Beast" premieres in London"। ডেইলি মেইল। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ MORIN, NATALIE (৭ মে ২০১৭)। "2017 MTV MOVIE & TV AWARDS WINNERS: SEE THE FULL LIST"। MTV। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১৭-এর চলচ্চিত্র
- ২০১৭-এর থ্রিডি চলচ্চিত্র
- ২০১০-এর দশকের অ্যানিমেশন চলচ্চিত্র
- ২০১০-এর দশকের সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- ২০১০-এর দশকের প্রণয়ধর্মী চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন ত্রিমাত্রিক চলচ্চিত্র
- মার্কিন অ্যানিমেটেড চলচ্চিত্র
- মার্কিন সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- মার্কিন প্রণয়ধর্মী চলচ্চিত্র
- ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্ট
- ওয়াল্ট ডিজনি পিকচার্স চলচ্চিত্র
- আইম্যাক্স চলচ্চিত্র
- বিল কনডন পরিচালিত চলচ্চিত্র
- অ্যালান মেনকেন সুরারোপিত চলচ্চিত্র
- লন্ডনে ধারণকৃত চলচ্চিত্র
- এমটিভি মুভি ও টিভি পুরস্কার বিজয়ী বছরের সেরা চলচ্চিত্র
- বিবাচনকৃত চলচ্চিত্র