বারেতা দ্বীপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারেতা দ্বীপে জেলেদের আশ্রয় ঘর

বারেতা দ্বীপ ( পর্তুগিজ : Ilha da Barretta ) পর্তুগালের আলগারভের একটি দ্বীপ, প্রায় ৭ কিলোমিটার (৪.৩ মা) দীর্ঘ এবং ৫০ থেকে ৬০০ মিটার (১৬০ থেকে ১,৯৭০ ফু) প্রশস্ত।

বারেতা দ্বীপটি ডেসার্টা, মরুভূমির দ্বীপ বা সান্তা মারিয়া কেপ দ্বীপ হিসাবেও পরিচিত। আলগারভের আরও বিচ্ছিন্ন একটি দ্বীপ। সারা বছর ধরে এই দ্বীপে পৌঁছানোর জন্য একটি পাবলিক ফেরি রয়েছে বা আপনি নৌকো ভাড়া নিয়ে যেতে পারেন। এই দ্বীপে মহাদেশীয় পর্তুগালের দক্ষিণতম পয়েন্ট সান্তা মারিয়া কেপ অবস্থিত।

দ্বীপের একটি সৈকত নগ্নবাদীদের দ্বারা ব্যবহৃত হয়। [১]

আরো দেখুন[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

  1. "As melhores praias para nudistas em Portugal"Sábado (পর্তুগিজ ভাষায়)। ২৯ জুলাই ২০১৬। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬