বারঘড়িয়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বারঘড়িয়া ইউনিয়ন, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১]

অবস্থান[সম্পাদনা]

করিমগঞ্জ উপজেলা হতে ৪ কিলোমিটার দক্ষিণ - পূর্ব দিকে অবস্থিত।

আয়তন[সম্পাদনা]

অত্র ইউনিয়নের আয়তন ৯.৫৪৭ বর্গ কিলোমিটার।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

অত্র ইউনিয়ন ০৩ টি মৌজা ও ১৫ টি গ্রামে বিভক্ত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

উক্ত ইউনিয়নে ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি ফাজিল মাদ্রাসা রয়েছে।

হাট- বাজার[সম্পাদনা]

অত্র ইউনিয়নে হাট- বাজারের সংখ্যা ০৩ টি।

জন প্রতিনিধি[সম্পাদনা]

উক্ত ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান আয়ূব উদ্দিন।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

এখানে মসজিদের সংখ্যা ৩২ টি এবং ঈদ গাহের সংখ্যা ৮ টি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]