বাবা (২০০২-এর চলচ্চিত্র)
অবয়ব
বাবা | |
---|---|
পরিচালক | সুরেশ কৃষ্ণ |
প্রযোজক | রজনীকান্ত |
রচয়িতা | গোপু-বাবু এস. রামকৃষ্ণ (সংলাপ) |
চিত্রনাট্যকার | রজনীকান্ত |
কাহিনিকার | রজনীকান্ত |
শ্রেষ্ঠাংশে | রজনীকান্ত মনীষা কৈরালা |
সুরকার | এ. আর. রহমান |
চিত্রগ্রাহক | ছোটা কে. নায়ড়ু |
সম্পাদক | ভি. টি. বিজয়ন |
প্রযোজনা কোম্পানি | লোটাস ইন্টারন্যাশনাল |
পরিবেশক | লোটাস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
বাবা (তামিল: பாபா) হচ্ছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। সুরেশ কৃষ্ণের পরিচালনায় চলচ্চিত্রটিতে রজনীকান্ত নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি আবার চলচ্চিত্রটির প্রযোজকও ছিলেন। চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে ছিলেন মনীষা কৈরালা। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন এ. আর. রহমান। চলচ্চিত্রটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.outlookindia.com/magazine/story/bhagwan-rajni/216985
- ↑ "Rajinikanth's 10 Biggest FLOPS"। Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাবা (ইংরেজি)