বিষয়বস্তুতে চলুন

বানৌজা হাজী মহসীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বানৌজা হাজী মহসীন
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশ
ঢাকা, ঢাকা বিভাগ
ধরনসামরিক ঘাঁটি
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য
মালিকবাংলাদেশ সশস্ত্র বাহিনী
নিয়ন্ত্রকবাংলাদেশ নৌবাহিনী
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস
নির্মিত১৯৭৪ (1974)
ব্যবহারকাল১৯৭৪-বর্তমান

বানৌজা হাজী মহসীন বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এটি প্রতিষ্ঠিত করা হয়। হাজী মুহম্মদ মহসীনে সম্মানে এই ঘাঁটির নামকরণ করা হয়। ঘাঁটিটি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রশদ সরবরাহকারী এবং এটি ঢাকা সেনানিবাসে অবস্থিত।

কর্মকাল

[সম্পাদনা]

বানৌজা হাজী মহসীন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রশদ সরবরাহকারী এবং নৌবাহিনীর সদর দফতরের প্রশাসনিক সহায়তা কেন্দ্র হিসাবে কাজ করে। হাজী মহসিনে ৩০০০ কর্মী কাজ করেন। এছাড়া এখানে কিছু নৌপ্রশিক্ষণ দেওয়া হয়।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]